Knowledge Story: বলুন তো ইংরেজিতে সবথেকে লম্বা শব্দ কী? এক সুযোগে উচ্চারণ করতে পারলে আপনি জিনিয়াস
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Knowledge Story What is World Longest Word in English Dictionary: বলুন তো বিশ্বের সবথেকে লম্বা শব্দ কী? যেই শব্দ উচ্চারণ করা খুবই কষ্টসাধ্য। এমনকী সেই শব্দ উচ্চারন করতে গিয়ে হোঁচট খান বড় বড় পন্ডিতরাও।
advertisement
1/7

আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষা তা সরকারি হোক আর বেসরকারি জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
advertisement
2/7
যেকোনো চাকরির পরীক্ষাতে সাধারণ জ্ঞান নিয়ে প্রায়শই এসে থাকে। তাই চাকরির পরীক্ষার আগে নিজেকে সবসময় সেইভাবেই তৈরি করা উচিৎ।
advertisement
3/7
সাধারণ জ্ঞান যেমন নলেজ বাড়াতে সাহায্য করে। এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তেমনই একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা।
advertisement
4/7
বলুন তো বিশ্বের সবথেকে লম্বা শব্দ কী? যেই শব্দ উচ্চারণ করা খুবই কষ্টসাধ্য। এমনকী সেই শব্দ উচ্চারন করতে গিয়ে হোঁচট খান বড় বড় পন্ডিতরাও।
advertisement
5/7
এবার আসা যাক উত্তরে। বিশ্বের সবথেকে লম্বা শব্দটি হল নিউমোনোআল্ট্রামাইক্রোস্কোপিসিলিকোভোলকানোকোনিওসিস (Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis)।
advertisement
6/7
এই শব্দের অর্থ সংক্ষেপে বলতে গেলে শ্বাস-প্রশ্বাসের ধূলিকণার কারণে ফুসফুসের রোগ। এই শব্দটির মধ্যে মোট ৪৫টি অক্ষর রয়েছে (Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis)।
advertisement
7/7
উচ্চারণের সুবিধার জন্য যদি শব্দটিকে ভাঙা যায় তাহলে এমন দাঁড়াবে। Numino Ultra Microscopic Silico Volcano Coniosis (নিউমোনোআল্ট্রামাইক্রোস্কোপিসিলিকোভোলকানোকোনিওসিস)।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: বলুন তো ইংরেজিতে সবথেকে লম্বা শব্দ কী? এক সুযোগে উচ্চারণ করতে পারলে আপনি জিনিয়াস