General Knowledge Story: জলের রঙ কী....? 'বিশুদ্ধ' পানীয় জল ঠিক কী রঙের হয় বলুন তো? এই রইল উত্তর!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
General Knowledge Story: সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার দৃষ্টিকোণ থেকে সাধারণ জ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই যখন ইন্টারভিউ রাউন্ডের প্রশ্ন ওঠে, তখন চাকরি প্রার্থীদের যোগ্যতা এতে পরিমাপ করা হয়।
advertisement
1/8

ভারতের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে সাধারণ জ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়।
advertisement
2/8
প্রতিযোগিতামূলক পরীক্ষায় পরীক্ষার্থীদের দক্ষতা পরিমাপ করা হয় প্রশ্নোত্তরের মাধ্যমে। এই প্রতিবেদনে এমনই একগুচ্ছ প্রশ্ন ও উত্তর জেনে নেওয়া যাক।
advertisement
3/8
প্রশ্ন ১ - কুকুর কোন দেশের জাতীয় প্রাণী? উত্তর ১- চিহুয়াহুয়া জাতের কুকুর মেক্সিকোর জাতীয় প্রাণী।
advertisement
4/8
প্রশ্ন ২ - কোন জায়গাকে ভারতের সুইজারল্যান্ড বলা হয়? উত্তর ২ - আউলি উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার একটি খুব সুন্দর জায়গা। একে ভারতের মিনি সুইজারল্যান্ড বলা হয়। এখানকার সমতল উপত্যকা আর পাহাড় দেখে সুইজারল্যান্ড বলা হয়।
advertisement
5/8
প্রশ্ন ৩ - চিনের জাতীয় প্রাণী কি? উত্তর ৩ - পাণ্ডা চিনের জাতীয় প্রাণী। এটি সাদা এবং কালো রঙের এবং বেশিরভাগই এটি মধ্য চিন বা মধ্য চিনের মাঝখানে পাওয়া যায়।
advertisement
6/8
প্রশ্ন ৪ - প্রথম বিশ্বযুদ্ধে কতগুলি দেশ জড়িত ছিল? উত্তর ৪ - ৩০টিরও বেশি দেশ প্রথম বিশ্বযুদ্ধে জড়িত ছিল। যার মধ্যে সার্বিয়া, ব্রিটেন, জাপান, রাশিয়া, ফ্রান্স, ইতালি এবং আমেরিকা সহ ১৭টি বন্ধুত্বপূর্ণ দেশ ছিল। অন্যদিকে জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া ও অটোমান প্রভৃতি রাষ্ট্র ছিল। যুদ্ধটি ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশে সংঘটিত হয়েছিল।
advertisement
7/8
প্রশ্ন ৫ - লিচুর সবচেয়ে বেশি উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর ৫ - ভারত লিচুর বৃহত্তম উৎপাদনকারী।
advertisement
8/8
প্রশ্ন ৬ - বিশুদ্ধ জল কী রঙের হয়? উত্তর ৬ - বিশুদ্ধ জলের রং নীল।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge Story: জলের রঙ কী....? 'বিশুদ্ধ' পানীয় জল ঠিক কী রঙের হয় বলুন তো? এই রইল উত্তর!