TRENDING:

General Knowledge: ক্যামেরার বাংলা কী জানেন? ৯৯ শতাংশই বলতে গিয়ে ডাহা ফেল

Last Updated:
ক্যামেরার বাংলা হল আলোকচিত্রগ্রাহী যন্ত্র। তবে শব্দটি এতই দুর্বোধ্য, আমরা ক্যামেরাই ব্যবহার করি।
advertisement
1/6
ক্যামেরার বাংলা কী জানেন? ৯৯ শতাংশই বলতে গিয়ে ডাহা ফেল
শহর থেকে দূরে, যেখানেই বেড়াতে যান- আপনার সঙ্গে একটি জিনিস থাকবেই। সেটি হল ক্যামেরা। তা সে ডিএসএলআর হোক বা ডিজিটাল ক্যামেরা।
advertisement
2/6
যে কোনও নয়নাভিরাম দৃশ্য কিংবা খুশির মুহূর্ত ধরে রাখতে একমাত্র ভরসা ক্যামেরাই। তবে সাধারণভাবে ক্যামেরা কেনা একটু খরচসাপেক্ষ। তার ঘাটতি এই মুহূর্তে মেটাচ্ছে মোবাইল।
advertisement
3/6
এখনকার যুগে মোবাইল ফোনের ক্যামেরা এতটাই শক্তিশালী, ছবি দেখলে বোঝা যাবে না সেটা ফোন ক্যামেরায় তোলা নাকি ডিএসএলআরে।
advertisement
4/6
আইফোনের ক্যামেরা হলে তো তুলনাই নেই, অ্যানড্রয়েডের ক্যামেরাও এখন বেশ সক্রিয়। মেগাপিক্সেলের উপর অবশ্য ছবির মান কিছুটা নির্ভর করে।
advertisement
5/6
এতবার এত রকমভাবে যে আমরা ক্যামেরা ব্যবহার করি, ক্যামেরা কিন্তু একটি ইংরাজি শব্দ। এর বাংলা কী কখনও ভেবে দেখেছেন?
advertisement
6/6
ক্যামেরার বাংলা হল আলোকচিত্রগ্রাহী যন্ত্র। তবে শব্দটি এতই দুর্বোধ্য, আমরা ক্যামেরাই ব্যবহার করি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: ক্যামেরার বাংলা কী জানেন? ৯৯ শতাংশই বলতে গিয়ে ডাহা ফেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল