TRENDING:

General Knowledge Story: আজ পর্যন্ত যুদ্ধে শহিদ হননি কোনও জওয়ান! জানেন কোন দেশে? জানলে চমকে যাবেন

Last Updated:
বিশ্ব ইতিহাসে অনেক দেশ অনেক যুদ্ধে জড়িয়েছে। যুদ্ধে সৈনিকদের বীরগাথা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে। বহুসময়েই যুদ্ধে সৈনিকরা শহিদ হন।
advertisement
1/6
আজ পর্যন্ত যুদ্ধে শহিদ হননি কোনও জওয়ান! জানেন কোন দেশে? জানলে চমকে যাবেন
বিশ্ব ইতিহাসে অনেক দেশ অনেক যুদ্ধে জড়িয়েছে। যুদ্ধে সৈনিকদের বীরগাথা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে। বহুসময়েই যুদ্ধে সৈনিকরা শহিদ হন। কিন্তু, পৃথিবীতে এমন একটি দেশ আছে যে দেশের সৈনিকরা আজ অবধি কোনওদিনও শহিদ হননি। প্রতীকী ছবি।
advertisement
2/6
দেশটির নাম হল সুইটজারল্যান্ড। এই দেশের অদ্ভুত বিদেশ নীতি এবং সামরিক নীতির জন্য এই দেশের কোনও সৈনিক আজ অবধি শহিদ হননি। প্রতীকী ছবি।
advertisement
3/6
১৮১৫ সালে ভিয়েনা কংগ্রেসের মাধ্যমে ইউরোপের অন্যতম প্রধান এই দেশ সুইটজারল্যান্ডকে 'নিরপেক্ষ দেশ' হিসাবে ঘোষণা করা হয়। সেই নীতি আজও বজায় আছে। প্রতীকী ছবি।
advertisement
4/6
'নিরপেক্ষ নীতির' অর্থ সুইটজারল্যান্ড কোনও দেশে আক্রমণ করবে না বা কোনও দেশ সুইটজারল্যান্ডকেও আক্রমণ করবে না। এবং জোটবদ্ধ ভাবেও এই দেশ কোনও দেশকে আক্রমণ করতে পারবে না। এক কথায় বলা যেতে পারে যুদ্ধ থেকে শত হাত দূরে এই দেশ। প্রতীকী ছবি।
advertisement
5/6
প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন গোটা বিশ্বে যুদ্ধের দামাম বেজেছিল, সেই উত্তাল সময়েও যুদ্ধের আঁচ এসে পড়েনি এই দেশে। গোটা বিশ্বে একের পর এক যুদ্ধে হলেও চির বসন্তের দেশ সুইটজারল্যান্ডে কোনওদিনও যুদ্ধ হয়নি। প্রতীকী ছবি
advertisement
6/6
তবে এটা ভাবেন না সুইটজারল্যান্ডের সামরিক শক্তি নেই। এই দেশের সেনাবাহিনী রীতিমত দক্ষ এবং উন্নত। সুইস আর্মির দক্ষতা এবং নিপুণতা নিয়ে গোটা বিশ্বে রীতিমত নামডাক আছে। তবে, তা শুধুমাত্র দেশের সুরক্ষা এবং অভ্যন্তরীণ বিষয়ে দেখভালের জন্য। এই দেশের সরকারও চায় যেকোনো বিষয় আলোচনার মাধ্যমেই সমাধান করতে। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge Story: আজ পর্যন্ত যুদ্ধে শহিদ হননি কোনও জওয়ান! জানেন কোন দেশে? জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল