TRENDING:

জানেন কি? সরকারি অফিসাররা কেন সবুজ কালিতে সই করেন? ৯৯% মানুষ জানেন না আসল কারণ!

Last Updated:
সরকারি অফিসে সব সময় সবুজ কালি কেন ব্যবহার করেন অফিসাররা? জানুন এর পেছনের আসল কারণ
advertisement
1/7
জানেন কি? সরকারি অফিসাররা কেন সবুজ কালিতে সই করেন? ৯৯% মানুষ জানেন না আসল কারণ!
সরকারি অফিসে সব সময় সবুজ কালি কেন ব্যবহার করেন অফিসাররা? জানুন এর পেছনের আসল কারণ
advertisement
2/7
আমরা প্রায়ই সরকারি দফতরে গেলে একটা বিষয় লক্ষ্য করি — সেখানে রাজ্য বা কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা (Gazetted Officers) সব সময় সবুজ কালি (Green Ink) দিয়ে সই করেন। তাঁদের সেই সইয়ের গুরুত্বও কিন্তু কম নয়। কিন্তু কখনও কি ভেবেছেন, অফিসাররা নীল বা লাল নয়, কেন সবুজ কালি ব্যবহার করেন? এর পেছনে রয়েছে বেশ যুক্তিগ্রাহ্য কারণ।
advertisement
3/7
আমাদের স্কুল-কলেজ বা অফিস—সব জায়গায়ই কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। যেমন, শিক্ষকরা সাধারণত লাল কালি ব্যবহার করেন, আর ছাত্ররা নীল বা কালো কালি। কিন্তু সরকারি দফতরে, বিশেষ করে রাজপত্রভুক্ত আধিকারিকরা (Gazetted Officers), কেন সবুজ কালি ব্যবহার করেন, তা জানলে আপনিও অবাক হবেন।
advertisement
4/7
সম্প্রতি Quora-তে একজন ব্যবহারকারী, ক্ষিতিজ রাজ, প্রশ্ন তুলেছিলেন—“সরকারি অফিসাররা কেন সবুজ কালি দিয়ে সই করেন?” উত্তরে অনেকেই তাঁদের মতামত জানিয়েছেন। ক্ষিতিজের দাবি, শুধুমাত্র সরকারি গেজেটেড অফিসাররাই সবুজ কালি ব্যবহার করতে পারেন; সাধারণ কর্মীদের তা ব্যবহার করা নিষিদ্ধ।
advertisement
5/7
মূল কারণ কী?সবুজ কালি ব্যবহার করার প্রধান কারণ হলো জাল সই প্রতিরোধ করা কঠিন করা। সবুজ কালি দিয়ে তৈরি স্বাক্ষর সাধারণ কালি থেকে বেশি স্পষ্ট ও স্বতন্ত্র হয়। এটি একটি “চিহ্ন” হিসেবে কাজ করে, যা অফিসারের পদমর্যাদা ও দায়িত্বের প্রতীক।
advertisement
6/7
ব্যাংক কর্মীর মতভারতীয় স্টেট ব্যাঙ্কের (SBI) প্রাক্তন কর্মী মধুকর পারে জানান, এটি আসলে প্রোটোকলের বিষয়। সহকারী মহাব্যবস্থাপক বা পরিদর্শক স্তরের আধিকারিকরা সবুজ কালি ব্যবহার করেন তাঁদের পদমর্যাদা বোঝাতে। ব্যাঙ্কের নীতিমালায়ও এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে।
advertisement
7/7
তিনটি মূল উদ্দেশ্যসরকারি দফতরে সবুজ কালি ব্যবহারের পেছনে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ দিক —1. পদমর্যাদা ও কর্তৃত্বের প্রতীক2. স্বাক্ষরের প্রামাণিকতা বজায় রাখা3. জালিয়াতি রোধ ও নিরাপত্তাতাই পরের বার যখন কোনো সরকারি অফিসে গিয়ে কোনো অফিসারকে সবুজ কালি দিয়ে সই করতে দেখবেন, মনে রাখবেন—ওটা শুধু রঙের পছন্দ নয়, বরং **বিশ্বাস, দায়িত্ব ও ক্ষমতার প্রতীক।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
জানেন কি? সরকারি অফিসাররা কেন সবুজ কালিতে সই করেন? ৯৯% মানুষ জানেন না আসল কারণ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল