General Knowledge: পটলের ইংরেজি কী জানেন?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
পটল আলুর তরকারি হোক বা পটল চিংড়ি, পটল পোস্ত, পটলের ডালনা, পটলের দোলমা হোক বা কোর্মা কিংবা নিতান্ত পটল ভাজা একাধিক পদে পটলের উপস্থিতি যেন সব রান্নাঘরেই থাকে।
advertisement
1/6

পটল আলুর তরকারি হোক বা পটল চিংড়ি, পটল পোস্ত, পটলের ডালনা, পটলের দোলমা হোক বা কোর্মা কিংবা নিতান্ত পটল ভাজা একাধিক পদে পটলের উপস্থিতি যেন সব রান্নাঘরেই থাকে। প্রতীকী ছবি
advertisement
2/6
আমরা বিভিন্ন রান্নায় পটল ব্যবহার করে থাকি। রান্নাঘরে পটলের সঙ্গে একটি নিবিড় সম্পর্ক রয়েছে। গরমকাল হোক বা অন্যান্য যে কোনও সময় পটল অভিন্ন অঙ্গ। তবে জানেন কি পটলের ইংরাজি নাম কী? প্রতীকী ছবি
advertisement
3/6
পটলে ক্যালরি আর ফ্যাট খুবই অল্প থাকে। যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাঁদের জন্য পটল খুবই উপকারী। দ্রুত ওজন কমাতে পটল খুবই উপকারী। প্রতীকী ছবি
advertisement
4/6
এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা খাবার হজম করতে সাহায্য করে। এছাড়াও কোষ্ঠকাঠিন্য সমস্যা কমাতে খুবই কার্যকরী। প্রতীকী ছবিপটলে থাকে ভিটামিন এ, ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। প্রতীকী ছবি
advertisement
5/6
শুধু স্বাদই নয়, স্বাস্থ্যের জন্যও পটল খুবই উপকারী। শরীর সুস্থ রাখতে পটল উপকারী। একাধিক শারীরিক সমস্যা নিয়ন্ত্রণে পটল খুবই উপকারী। পটল পাতে রাখলে দূর হয় অনেক রোগ। প্রতীকী ছবি
advertisement
6/6
পটল পাতার রস দ্রুত ক্ষত নিরাময়ে সাহায্য করে। পটল পাতার রস চুল পড়ার সমস্যা রোধ করতেও কার্যকর। নতুন চুল গজাতেও সাহায্য করে পটল। প্রতীকী ছবি।পটলের ইংরাজি নাম জানলে অবাক হবেন আপনিও। পটলের ইংরাজি নাম হল Pointed Gourd