Poppy seed: পোস্ত চাষে কোটি টাকা লাভ, কিন্তু ৩ রাজ্য ছাড়া কোথাও চাষ করা যায় না পোস্ত! জানেন কোন ৩ রাজ্য?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Poppy seed: আলু পোস্ত হোক বা ঝিঙে পোস্ত বা পোস্তর বড়া- পোস্ত কিন্তু সকলেরই প্রিয়। কিন্তু জানেন কি দেশের মাত্র তিনটি রাজ্যেই চাষ করা যায় পোস্ত?
advertisement
1/6

আলু পোস্ত হোক বা ঝিঙে পোস্ত বা পোস্তর বড়া- পোস্ত কিন্তু সকলেরই প্রিয়। ভারতে পোস্ত চাষের ইতিহাসও বেশ পুরনো। মুঘল আমলেও ভারতে রমরমিয়ে হত পোস্ত চাষ।
advertisement
2/6
আলু পোস্ত হোক বা ঝিঙে পোস্ত বা পোস্তর বড়া- পোস্ত কিন্তু সকলেরই প্রিয়। ভারতে পোস্ত চাষের ইতিহাসও বেশ পুরনো। মুঘল আমলেও ভারতে রমরমিয়ে হত পোস্ত চাষ। প্রতীকী ছবি।
advertisement
3/6
পরে স্বাধীনতার পরেও পোস্ত চাষের প্রতি ভারত সরকারের নিয়ন্ত্রণ ছিলই। ১৯৬১ সালে ‘সিঙ্গল কনভেনশন অন নারকোটিক ড্রাগস’ নামক এক সম্মেলন থেকে আফিমের নেশা মুক্তির ডাক দেওয়া হয়।
advertisement
4/6
পরে ভারত সরকার পোস্ত গাছ থেকে আফিমের আঠা উৎপাদন করার অনুমতি দেওয়া হয়েছিল। পরে ১৯৮৫ সালে আইন করে ভারতে পোস্ত চাষ নিষিদ্ধ করা হয়।
advertisement
5/6
ভারতে বর্তমানে শুধু তিনটি রাজ্য আইনি ভাবে পোস্ত চাষ করতে পারে। যার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশ।
advertisement
6/6
যদিও এর আগে কেন্দ্রের কাছে আইনি ভাবে পোস্ত চাষের অনুমতি দেওয়ার দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Poppy seed: পোস্ত চাষে কোটি টাকা লাভ, কিন্তু ৩ রাজ্য ছাড়া কোথাও চাষ করা যায় না পোস্ত! জানেন কোন ৩ রাজ্য?