TRENDING:

Male River: দেশে অনেক নদীই রয়েছে, বলুন তো একমাত্র কোন নদীর নাম পুরুষের নামে?

Last Updated:
Male River: গঙ্গা, গোদাবরী, নর্মদা, সিন্ধু, তুঙ্গভদ্রা প্রায় সব নদীর নামকরণ করা হয়েছে মহিলাদের নামে। একটি মাত্র নদী আছে, যার নামকরণ পুরুষের নামে।
advertisement
1/7
দেশে অনেক নদীই রয়েছে, বলুন তো একমাত্র কোন নদীর নাম পুরুষের নামে?
ভারত নদীমাতৃক দেশ। গঙ্গা, সরস্বতী, যমুনা, নর্মদা, তাপি প্রভৃতি নদী আমাদের দেশে রয়েছে। কৃষিতে এই নদীগুলির ভূমিকা অনস্বীকার্য।
advertisement
2/7
গঙ্গা, গোদাবরী, নর্মদা, সিন্ধু, তুঙ্গভদ্রা প্রায় সব নদীর নামকরণ করা হয়েছে মহিলাদের নামে। এই কারণেই ভারতীয় নদীগুলিকে মহিলাদের সাথে তুলনা করা হয়। নদী মাতৃরূপে পূজিত হয়, পবিত্র। কিন্তু ভারতের একটি মাত্র নদীর নাম পুরুষের নামে। জানেন কোন নদী?
advertisement
3/7
একমাত্র পুরুষ নদীর নাম হল ব্রহ্মপুত্র। এই নদীর উল্লেখ পুরাণেও রয়েছে। ব্রহ্মপুত্র নামের অর্থ ব্রহ্মার পুত্র। হয়তো সেই কারণেই এই নদীকে পুরুষ নদী বলা হয়।
advertisement
4/7
বেদ এবং পুরাণ অনুসারে, ব্রহ্মপুত্র নদকে ভগবান ব্রহ্মার পুত্র এবং একজন মহান ঋষি বলে বিশ্বাস করা হয়।
advertisement
5/7
ব্রহ্মপুত্র ভারতের একমাত্র পুরুষ নদী। ভারতে এই নদীর দৈর্ঘ্য ২৯০০ কিলোমিটার। তিব্বতের মনসা সরোবর এই নদীর উৎপত্তি। তিব্বতে এই নদী সাংপো নামেও পরিচিত।
advertisement
6/7
ব্রহ্মপুত্র নদ বিশ্বের নবম দীর্ঘতম নদী এবং দেশের তৃতীয় বৃহত্তম নদী। অসমে এই নদী মঞ্জুলি নামে একটি বড় দ্বীপ তৈরি করেছে।
advertisement
7/7
ব্রহ্মপুত্র নদ অরুণাচল প্রদেশে ডিহ এবং অসমে ব্রহ্মপুত্র নামে পরিচিত। চীনে এই নদীটি ইয়া-লু-সাং-পু, চিয়াং এবং ইয়ারলুং জাগাম্বো জিয়াং ইত্যাদি নামে পরিচিত।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Male River: দেশে অনেক নদীই রয়েছে, বলুন তো একমাত্র কোন নদীর নাম পুরুষের নামে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল