General Knowledge: আশপাশে তো কতই গাছপালা! কিন্তু জানেন কি কোন গাছে পাখি বসলেই মারা যায়? চমকে দেওয়া উত্তর
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
General Knowledge: গাছও পাখিদের বন্ধু মনে করে এবং তাদের আশ্রয়ে দেয়। কিন্তু এই গাছগুলোই যখন পাখিদের জন্য বিপদজনক হয়ে দাঁড়ায় তখন কী হয়?
advertisement
1/6

গাছের সঙ্গে পাখির সম্পর্ক অনেক পুরনো। বিভিন্ন গাছে পাখিরা ঘর তৈরি করে নিজেদের পরিবার নিয়ে বসবাস করে।
advertisement
2/6
গাছও পাখিদের বন্ধু মনে করে এবং তাদের আশ্রয়ে দেয়। কিন্তু এই গাছগুলোই যখন পাখিদের জন্য বিপদজনক হয়ে দাঁড়ায় তখন কী হয়?
advertisement
3/6
হ্যাঁ, এই পৃথিবীতে এমন একটি গাছ আছে যেখানে পাখি বসলেই মারা যায়।
advertisement
4/6
এই গাছের নাম পিসোনিয়া, যাকে বার্ড ক্যাচার বা বরলাইম ট্রিস অ্যান্ড বার্ড ক্যাচারও বলা হয়।
advertisement
5/6
এই গাছে এক গুচ্ছে ২০০ টিরও বেশি বীজ থাকে। একটি পাখি এই গাছের উপর বসার সঙ্গে সঙ্গে পাখির পালক লেগে যায়। ( প্রতীকী ছবি)
advertisement
6/6
এরপর এখান থেকে কোনও পাখির চলে যাওয়া অসম্ভব হয়ে পড়ে এবং এভাবেই পাখিটি মারা যায়। ( প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: আশপাশে তো কতই গাছপালা! কিন্তু জানেন কি কোন গাছে পাখি বসলেই মারা যায়? চমকে দেওয়া উত্তর