TRENDING:

General Knowledge: আশপাশে তো কতই গাছপালা! কিন্তু জানেন কি কোন গাছে পাখি বসলেই মারা যায়? চমকে দেওয়া উত্তর

Last Updated:
General Knowledge: গাছও পাখিদের বন্ধু মনে করে এবং তাদের আশ্রয়ে দেয়। কিন্তু এই গাছগুলোই যখন পাখিদের জন্য বিপদজনক হয়ে দাঁড়ায় তখন কী হয়?
advertisement
1/6
আশপাশে তো কতই গাছপালা! কিন্তু জানেন কি কোন গাছে পাখি বসলেই মারা যায়?
গাছের সঙ্গে পাখির সম্পর্ক অনেক পুরনো। বিভিন্ন গাছে পাখিরা ঘর তৈরি করে নিজেদের পরিবার নিয়ে বসবাস করে।
advertisement
2/6
গাছও পাখিদের বন্ধু মনে করে এবং তাদের আশ্রয়ে দেয়। কিন্তু এই গাছগুলোই যখন পাখিদের জন্য বিপদজনক হয়ে দাঁড়ায় তখন কী হয়?
advertisement
3/6
হ্যাঁ, এই পৃথিবীতে এমন একটি গাছ আছে যেখানে পাখি বসলেই মারা যায়।
advertisement
4/6
এই গাছের নাম পিসোনিয়া, যাকে বার্ড ক্যাচার বা বরলাইম ট্রিস অ্যান্ড বার্ড ক্যাচারও বলা হয়।
advertisement
5/6
এই গাছে এক গুচ্ছে ২০০ টিরও বেশি বীজ থাকে। একটি পাখি এই গাছের উপর বসার সঙ্গে সঙ্গে পাখির পালক লেগে যায়। ( প্রতীকী ছবি)
advertisement
6/6
এরপর এখান থেকে কোনও পাখির চলে যাওয়া অসম্ভব হয়ে পড়ে এবং এভাবেই পাখিটি মারা যায়। ( প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: আশপাশে তো কতই গাছপালা! কিন্তু জানেন কি কোন গাছে পাখি বসলেই মারা যায়? চমকে দেওয়া উত্তর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল