October 1582 Calendar: বলুন তো কোন সালে অক্টোবর মাস ৩১ নয়, ২১ দিনে হয়েছিল? কেন বাদ দেওয়া হয়েছিল ১০ দিন? সত্যিটা জানলে মাথা ঘুরে যাবে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
October 1582 Missing Days: বহু বছর আগে ঘটেছিল এমনই এক অদ্ভুত কাণ্ড। এক বছর অক্টোবর মাস হয়েছিল ২১ দিনে। অক্টোবর প্রতি বছরই ৩১ দিনে হয়, হঠাত্ কেন ২১ দিনে হল? কেন ঘটল এমন অবাক করা ঘটনা?
advertisement
1/9

বলুন তো কোন সালে অক্টোবর মাস ৩১ নয়, ২১ দিনে হয়েছিল? কেন বাদ দেওয়া হয়েছিল ১০ দিন? সত্যিটা জানলে মাথা ঘুরে যাবে
advertisement
2/9
বহু বছর আগে ঘটেছিল এমনই এক অদ্ভুত কাণ্ড। এক বছর অক্টোবর মাস হয়েছিল ২১ দিনে। অক্টোবর প্রতি বছরই ৩১ দিনে হয়, হঠাত্ কেন ২১ দিনে হল? কেন ঘটল এমন অবাক করা ঘটনা?
advertisement
3/9
অক্টোবর মাস বললেই মনে আসে পুজোর কথা। বাঙালির শ্রেষ্ঠ উত্সব সচরাচর সেপ্টেম্বর, অক্টোবরেই কোনও না কোনও সময় আসে দুর্গাপুজো।
advertisement
4/9
ভেবে দেখুন কোনও পুজোর আশপাশের সময় হঠাত্ই সবাই দেখলেন অক্টোবর মাস থেকে উধাও পুরো দশ দশটি দিন। ৩১ থেকে কমে দিন হয়ে গিয়েছে মাত্র ২১ টি।
advertisement
5/9
এই অদ্ভুত ঘটনা ঘটেছিল ১৫৮২ সালে। ১৫৮২ সালের ক্যালেন্ডার খুললে দেখা যাবে সেই বছর অক্টোবর মাস শেষ মাত্র ২১ দিনে। ক্যালেন্ডার থেকে গায়েব পুরো দশটি দিন।
advertisement
6/9
এই ক্যালেন্ডারে দেখবেন অক্টোবর মাসে ৫ থেকে ১৪ তারিখ পর্যন্ত দিনগুলি নেই। ৪ তারিখের পর একেবারে ১৫ তারিখ লেখা। এখন প্রশ্ন হল ১৫৮২ সালে ক্যালেন্ডার থেকে ১০ দিন কমানো হল কেন?
advertisement
7/9
১৫৮২ সালের আগে, জুলিয়ান ক্যালেন্ডার ইউরোপীয় দেশগুলিতে ব্যবহৃত হত, যা ৪০ খ্রিস্টপূর্বাব্দের দিকে রোমান শাসক জুলিয়াস সিজার জারি করেছিলেন।
advertisement
8/9
এটি স্বাভাবিক সৌর বছরের তুলনায় ১১ মিনিট এবং ১৪ সেকেন্ড বেশি ছিল, যার ফলে জুলিয়ান ক্যালেন্ডার প্রতি ৩১৪ বছরে একদিন বৃদ্ধি পায়।
advertisement
9/9
এ কারণে খ্রিস্টানদের উৎসব ইস্টারের তারিখ নির্ধারণে বেশ অসুবিধা হচ্ছিল। সেই সমস্যা মেটাতেই ১৫৮২ সালে অক্টোবর মাসে দিন বাদ দেওয়া হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
October 1582 Calendar: বলুন তো কোন সালে অক্টোবর মাস ৩১ নয়, ২১ দিনে হয়েছিল? কেন বাদ দেওয়া হয়েছিল ১০ দিন? সত্যিটা জানলে মাথা ঘুরে যাবে