General Knowledge: মুহূর্তে ৩৫৯ জনের মৃত্যু! ভারতের সবচেয়ে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা! দিল্লির আকাশে মুখোমখি হয় দুটি বিমান, সব শেষ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
General Knowledge: এই বিমান দুর্ঘটনা ভারত তো বটেই, গোটা বিশ্বকে চমকে দিয়েছিল।
advertisement
1/7

১৯৯৬ সালের ১২ নভেম্বর। ভারতের নয়াদিল্লির পশ্চিমাংশে একটি গ্রামের আকাশে ঘটে যায় ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। যা ভারত তো বটেই, গোটা বিশ্বকে চমকে দিয়েছিল।
advertisement
2/7
ওই দিন যে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ ঘটেছিল, তা ছিল সৌদি আরবের বোয়িং ও কাজাখস্তানের এয়ারলাইনসের দুটি বিমানের। এতে মৃত্যু হয় মোট ৩৫৯ জনের।
advertisement
3/7
সৌদি আরবের বোয়িং সেভেন ফোর সেভেন একটি বিমানের সঙ্গে কাজাখস্তানের ইলুইশিন টু সেভেনটি সিক্সের সংঘর্ষ হয়। এতে সৌদি আরবের বিমানটির ৩২২ জন যাত্রী ও কাজাখস্তানের ৩৭ জন সহ মোট ৩৫৯ জনের মৃত্যু হয়।
advertisement
4/7
সৌদি আরবের বিমানটির যাত্রাপথ ছিল দিল্লি থেকে সৌদি আরবের দাহরান। অন্যটি ছিল কাজাখস্তানের ইলুইশিন টু সেভেনটি সিক্স, যার যাত্রাপথ ছিল কাজাখস্তান থেকে দিল্লি। এই দুটি বিমানের সংঘর্ষ হয় আকাশে।
advertisement
5/7
এটি বিশ্বের সবচেয়ে বড় প্রাণঘাতী মধ্য আকাশ সংঘর্ষ এবং বিমানের ইতিহাসে তৃতীয় প্রাণঘাতী ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনার মূল কারণ ছিল কাজাখস্তানের বিমানটির পাইলটের নির্ধারিত উচ্চতা ও বিমানটিকে নীচের দিকে নিয়ে চলে আসা।
advertisement
6/7
যার কারণ ওই বিমানটির লেজের অংশ আরবের বিমানের বাম পাখায় ধাক্কা খায় এবং দুটি বিমানেই আগুন লেগে মাটিতে এসে পড়ে।
advertisement
7/7
এছাড়াও ১৯৭৮ সালে ভারতেই বছরের প্রথম দিনেই, মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে আরেকটি দুর্ঘটনা ঘটে। ক্রিউ-সহ ২১৩ জন যাত্রীই মারা যান। এয়ার ইন্ডিয়া ফ্লাইট-৮৫৫ ছিল সেটি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: মুহূর্তে ৩৫৯ জনের মৃত্যু! ভারতের সবচেয়ে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা! দিল্লির আকাশে মুখোমখি হয় দুটি বিমান, সব শেষ