Train: ট্রেন, রেল দুটোই ইংরেজি শব্দ, তাহলে বাংলাটা কি? ট্রেনকে বাংলায় কী বলে বলুন তো? রোজ চড়েও ৯৯% ডাহা ফেল
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
General Knowledge: ট্রেন সম্পর্কেই এখনও অনেক কিছু বেশিরভাগ জনেরই অজানা। যেমন ট্রেন এনং রেল, দুটিই তো ইংরেজি শব্দ। তাহলে ট্রেনকে বাংলায় কী বলে?
advertisement
1/8

দেশের যোগাযোগ ব‍্যবস্থার মেরুদণ্ড বলা হয় ট্রেনকে। গোটা ভারতজুড়ে শিরা-উপশিরার মতো ছড়িয়ে রয়েছে রেলের ট্র‍্যাক। প্রত‍্যেকদিন কোটি কোটি দেশবাসীর ভরসা রেল।
advertisement
2/8
কিন্তু এই ট্রেন সম্পর্কেই এখনও অনেক কিছু বেশিরভাগ জনেরই অজানা। যেমন ট্রেন এনং রেল, দুটিই তো ইংরেজি শব্দ। তাহলে ট্রেনকে বাংলায় কী বলে?
advertisement
3/8
আমাদের চোখের সামনেই ছড়িয়ে রয়েছে এমন অনেক প্রশ্ন, যার উত্তর আসলে খুব সহজ, তবু অধিকাংশ লোকজনই জানেন না। এই ধরণের প্রশ্ন পড়ে জেনারেল নলেজের আওতায়।
advertisement
4/8
চাকরির পরীক্ষা হোক বা অন‍্য যে কোনও ধরণের কম্পিটিটিভ এক্সাম। এই সমস্ত পরীক্ষাতেই জেনারেল বা সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। যে কোনও ক‍্যুইজ কম্পিটিশনে যাওয়ার জন‍্য‍েও জেনারেল নলেজ ভাল থাকা অত‍্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
5/8
যেকোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। পাশ করতে গেলে তাই জিকে ভাল করে শিখে রাখা খুবই জরুরি।
advertisement
6/8
ঠিক তেমনই রোজ যে ট্রেনটিতে চড়া হয় সেই ট্রেনের সম্পর্কে জেনে রাখাও জরুরি। মনে করা হয় ট্রেন শব্দটির উত্‍পত্তি ফরাসি শব্দ ‘ট্রেনার’ থেকে। অন‍্যমতে, ট্রেন শব্দটির ইংরেজি অর্থ এক ধরণের পরিবহন।
advertisement
7/8
ট্রেনের বাংলা বলতে বললে মনে আসবে রেলগাড়ি শব্দটি। রেল শব্দটি আদি উত্‍পত্তি বাংলায় না হলেও বহুল প্রচলনের কারণে ট্রেনের বাংলা হিসেবে রেলগাড়িকেও ধরা হয়। তবে এর আরও একটি কঠিন বাংলা রয়েছে।
advertisement
8/8
ট্রেনের কঠিন বাংলা অর্থটি হল লৌহপথগামিনী’ বা ‘লৌহশকট’। 'লোহার পথ' অর্থাৎ ট্র্যাক এবং 'গামিনী' অর্থ যে 'অনুসরণ করে' বা 'এগিয়ে চলে'।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Train: ট্রেন, রেল দুটোই ইংরেজি শব্দ, তাহলে বাংলাটা কি? ট্রেনকে বাংলায় কী বলে বলুন তো? রোজ চড়েও ৯৯% ডাহা ফেল