TRENDING:

General Knowledge: দেখেন তো সবাই! এবার বলুন তো ভারতের প্রথম ওয়েব সিরিজ কোনটি? খুবই চেনা নাম কিন্তু

Last Updated:
General Knowledge: মির্জাপুর ৩- এর জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, যা মুক্তি পেয়েছে সম্প্রতি। বর্তমান সময়ে, ওয়েব সিরিজের জন্য মানুষের মধ্যে আলাদা ক্রেজ রয়েছে। যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে।
advertisement
1/5
দেখেন তো সবাই! এবার বলুন তো ভারতের প্রথম ওয়েব সিরিজ কোনটি? খুবই চেনা নাম কিন্তু
মির্জাপুর ৩- এর জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, যা মুক্তি পেয়েছে সম্প্রতি। বর্তমান সময়ে, ওয়েব সিরিজের জন্য মানুষের মধ্যে আলাদা ক্রেজ রয়েছে। যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে।
advertisement
2/5
সপ্তাহান্তে বা অবসর সময়ে, লোকেরা ওয়েব সিরিজ দেখে তাঁদের সময় কাটায়, কিন্তু আপনি কি জানেন ভারতের প্রথম ওয়েব সিরিজ কোনটি ছিল? যা মানুষের খুব পছন্দ হয়েছিল।
advertisement
3/5
মির্জাপুর ৩ শুধু নয়, সম্প্রতি মুক্তি পাওয়া পঞ্চায়েত ৩- এর জন্য মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা ছিল। ভারতের প্রথম ওয়েব সিরিজের নাম 'পারমানেন্ট রুমমেটস (Permanent Roommates)'। এই ওয়েব সিরিজটি তৈরি করেছে TVF অর্থাৎ ভাইরাল ফিভার । এই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা গেছে সুমিত ব্যাস এবং নিধি সিংকে। এই ওয়েব সিরিজটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল ।
advertisement
4/5
ইউটিউবে প্রকাশিত হয়েছিলপার্মানেন্ট রুমমেট কোন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়নি কিন্তু পেয়েছিল ইউটিউবে । এই সিরিজের প্রথম পর্বটি ৩১ অক্টোবর ২০১৪-এ মুক্তি পায় । সিরিজে মুখ্য ভূমিকায় দেখা গেছে সুমিত ব্যাস এবং নিধি সিংকে ।
advertisement
5/5
'পারমানেন্ট রুমমেটস' সিরিজের তিনটি সিজন এ পর্যন্ত মুক্তি পেয়েছে। এর প্রথম সিজন ২০১৪ সালে মুক্তি পায় । প্রথম সিজনের সাফল্যের পর এর দ্বিতীয় সিজন আসে ২০১৬ সালে । এর তৃতীয় সিজনটির জন্য ভক্তদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল এবং এর তৃতীয় সিজন ৭ বছর পর ২০২৩ সালে মুক্তি পায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: দেখেন তো সবাই! এবার বলুন তো ভারতের প্রথম ওয়েব সিরিজ কোনটি? খুবই চেনা নাম কিন্তু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল