TRENDING:

GK: মিলিয়ন বোঝাতে M, বিলিয়ন বোঝাতে B ব্যবহার হলে, হাজার বা থাউস্যান্ড-এর ক্ষেত্রে T না হয়ে K হয় কেন?

Last Updated:
Knowledge Storty: মিলিয়ন বোঝাতে সংক্ষেপে ‘M’, বিলিয়ন বোঝাতে সংক্ষেপে ‘B’ ব্যবহার হয়। কিন্তু থাউজ্যান্ড বা হাজার বোঝাতে ‘T’ এর পরিবর্তে ‘K’ ব্যবহার করা হয়। কেন জানেন?
advertisement
1/5
মিলিয়ন বোঝাতে M, বিলিয়ন বোঝাতে B ব্যবহার হলে, থাউস্যান্ড-এর ক্ষেত্রে T হয় কেন?
বড় সংখ্যা বোঝাতে ভারতে যেমন হাজার, লক্ষ, কোটি বলা হয়, আমেরিকায় তেমন বড় সংখ্যা বোঝাতে থাউজ্যান্ড, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ব্যবহার করা হয়।
advertisement
2/5
তবে মিলিয়ন বোঝাতে সংক্ষেপে ‘M’, বিলিয়ন বোঝাতে সংক্ষেপে ‘B’ ব্যবহার হয়। কিন্তু থাউজ্যান্ড বা হাজার বোঝাতে ‘T’ এর পরিবর্তে ‘K’ ব্যবহার করা হয়।
advertisement
3/5
বাস্তবে হাজার বোঝাতে ‘K’ লেখার বিষয়টি এসেছে গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষায় ‘Chilioi’ শব্দের অর্থ হাজার।
advertisement
4/5
এবার দীর্ঘ ব্যবহারের ফলে ‘Chilioi’ থেকে এসেছে ‘কিলো’। কিলো মানে ১০০০। যেমন আমরা বলি কিলোমিটার মানে, ১০০০ মিটার, কিলোগ্রাম ১০০০ গ্রাম।
advertisement
5/5
পরে মেট্রিক পদ্ধতি বিশ্ব ব্যাপি ছড়িয়ে পড়ার ফলে কিলো মানে ১০০০ হয়ে যায়। এখন যেমন ১০০০ টাকাকে 1K টাকাও বলা হয়। এখানে ‘T’ ব্য়বহার না করার কারণ হল ‘T’ দিয়ে ট্রিলিয়ন বোঝানো হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: মিলিয়ন বোঝাতে M, বিলিয়ন বোঝাতে B ব্যবহার হলে, হাজার বা থাউস্যান্ড-এর ক্ষেত্রে T না হয়ে K হয় কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল