GK - Snake bite: সাপের কামড়ে মৃত্যু হয় অনেক প্রাণীর, কিন্তু জানেন কি বিষাক্ত সাপ অন্য বিষাক্ত সাপকে কামড়ালে কী হয়?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Venomous snake bites another venomous snake: সাপের কামড়ে প্রতি বছর বিশ্বে লাখখানেক মানুষের মৃত্যু হয়। কিন্তু জানেন কি একটি বিষাক্ত সাপ অন্য বিষাক্ত সাপকে কামড়ালে কী হবে?
advertisement
1/5

সাপের কামড়ে প্রতি বছর বিশ্বে লাখখানেক মানুষের মৃত্যু হয়। কিন্তু জানেন কি একটি বিষাক্ত সাপ অন্য বিষাক্ত সাপকে কামড়ালে কী হবে?
advertisement
2/5
বিশ্বে বিভিন্ন প্রজাতির বিষাক্ত সাপ রয়েছে। বিভিন্ন প্রজাতির সাপের বিষের ধরনও আলাদা। তাই এক্ষেত্রে বিভিন্ন ঘটনা ঘটতে পারে।
advertisement
3/5
যদি দুই বিষাক্ত সাপই একই প্রজাতির হয়, তাহলে সাপটির কোনও সমস্যা হবে না। কারণ ওই বিষের সঙ্গে লড়ার জন্য ইমিউনিটি এমনিতেই ওই সাপের শরীরে রয়েছে।
advertisement
4/5
কিন্তু যদি সাপ দুটি আলাদা প্রজাতির হয়, তাহলে যে সাপটি কামড় খাচ্ছে সেই সাপটির মৃত্যু পর্যন্ত হতে পারে।
advertisement
5/5
বলাই বাহুল্য সাপ আমিষাসী প্রাণী। বাস্তুতন্ত্রে এমনও দেখা যায় একটি সাপ অন্য সাপকে খেয়ে বেঁচে থাকে। সেক্ষেত্রেও বিষ দিয়েই একটি সাপ অন্য সাপকে ঘায়েল করে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK - Snake bite: সাপের কামড়ে মৃত্যু হয় অনেক প্রাণীর, কিন্তু জানেন কি বিষাক্ত সাপ অন্য বিষাক্ত সাপকে কামড়ালে কী হয়?