TRENDING:

General Knowledge on Merry Christmas: ‘Merry Christmas’ কেন বলা হয় সবসময়? ‘Happy Christmas’ কেন বলি না আমরা? কোনটা ঠিক, কোনটা ভুল? জানলে হাঁ হয়ে যাবেন

Last Updated:
General Knowledge on Merry Christmas: বাকি সব বিশেষ দিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় ‘হ্যাপি’ বলে৷ তাহলে শুধুমাত্র ক্রিসমাসের বেলায় ‘মেরি’ কেন বলা হয়? ভেবে দেখেছেন কোনওদিন?
advertisement
1/7
‘Merry Christmas’ কেন বলে? ‘Happy Christmas’ কেন বলি না? জানলে হাঁ হয়ে যাবেন
২৫ ডিসেম্বর এক অমোঘ দিন৷ বিশ্ব জুড়ে পালিত হয় বড়দিন বা ক্রিসমাস৷ আনন্দ করার সর্বজনীন পাসওয়ার্ড৷ যিশু খ্রিস্টর জন্মদিনে একে অন্যকে উইশ করা হয় বা শুভেচ্ছা জানানো হয় ‘মেরি ক্রিসমাস’ বলে৷
advertisement
2/7
বাকি সব বিশেষ দিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় ‘হ্যাপি’ বলে৷ তাহলে শুধুমাত্র ক্রিসমাসের বেলায় ‘মেরি’ কেন বলা হয়? ভেবে দেখেছেন কোনওদিন? ইংরেজির ‘হ্যাপি’ (Happy) বাংলায় মানে করলে দাঁড়ায় খুশি বা আনন্দিত৷ অন্যদিকে ‘মেরি’ (Merry) শব্দের অর্থ আনন্দ বা ফূর্তি৷
advertisement
3/7
প্রচলিত একটি সূত্র বলে, “Happy Christmas" শব্দবন্ধটা যুক্ত উচ্চ বা অভিজাত শ্রেণীর সঙ্গে যুক্ত৷ অন্যদিকে “Merry Christmas" শব্দটা ব্যবহৃত সমাজের নীচু শ্রেণীর মধ্যে ব্যবহৃত৷
advertisement
4/7
আভিজাত্যের প্রতীক হিসেবে রানি এলিজাবেথ দ্বিতীয় শুভেচ্ছা জানাতেন “Happy Christmas" বলে৷ ১৫৩৪ খ্রিস্টাব্দে বিশপ জন ফিশার একটি চিঠি লিখেছিলেন অষ্টম হেনরির মন্ত্রী থমাস ক্রোমওয়েলকে৷ সেখানে শুভেচ্ছা জানিয়েছিলেন ‘Merry Christmas’ বলে৷
advertisement
5/7
জনপ্রিয় ক্রিসমাস ক্যারল “We wish you a Merry Christmas"-ও প্রচলিত হয়েছিল ১৫০০ শতকেই৷ গবেষকদের বিশ্বাস প্রাচীন গ্রেট ব্রিটেনের ধর্মগুরুরাও ক্রিসমাস শুভেচ্ছার ক্ষেত্রে ‘Merry Christmas’-এর বদলে “Happy Christmas" বলতে উৎসাহিত করতেন৷
advertisement
6/7
চার্লস ডিকেন্সের কালজয়ী উপন্যাস ‘A Christmas Carol’ প্রকাশিত হয় ১৮৪৩ সালে৷ এই উপন্যাসেও “We wish you a Merry Christmas" ক্যারলটি আছে এবং জনপ্রিয় হয়৷
advertisement
7/7
সময়ের সঙ্গে সঙ্গে ‘ক্রিসমাস’-এর আগে Merry বিশেষণটাই বেশি জনপ্রিয় হয়ে ওঠে ‘Happy’-র তুলনায়৷ আমেরিকা-সহ বিশ্বের অধিকাংশ দেশে ‘ Merry Christmas’ বলে উইশ করা হয়৷ তবে ইংল্যান্ড এবং এর বহ অতীত উপনিবেশে এখনও “Happy Christmas" বলা পছন্দ করেন অনেকে
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge on Merry Christmas: ‘Merry Christmas’ কেন বলা হয় সবসময়? ‘Happy Christmas’ কেন বলি না আমরা? কোনটা ঠিক, কোনটা ভুল? জানলে হাঁ হয়ে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল