General Knowledge: নারকেল তো সবার জানা, বলুন তো ডাবের ইংরেজি কী? আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু নয়!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
General Knowledge: আমারা সকলেই কমবেশি ডাব খেয়ে থাকি। নারকেল হল ডাবের পরিপক্ক রূপ। ডাব পেকে নারকেল হওয়ার সঙ্গে সঙ্গে ডাবের জল কমে যায়, তার জায়গায় ভেতরে জমা হয় নারকেলের শাঁস।
advertisement
1/6

দৈন্দিন পড়াশোনার পাশাপাশি সাধারণ জ্ঞান ও ধাঁধা আমাদের অনেকের কাছেই খুব প্রিয়। বর্তমানে স্মার্ট ফোনের যুগে অবসর সময়ে অনেকেই জিকে অথবা ধাঁধার সমাধান করার পিছনে সময় দিয়ে থাকেন।
advertisement
2/6
এমন অভ্যাস যাদের রয়েছে তাদের পক্ষে খুব ভালো বিষয়। তার কারণ অজানা বিষয় জেনে নিজের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করা যায়। একসঙ্গে ধাঁধার সমাধান করে মগজাস্ত্রে শান দেওয়া হয়।
advertisement
3/6
চাকরির পরীক্ষায় এমন অনেক প্রশ্ন আসে যা কিছুক্ষণের জন্য ঘাবড়ে দেয় পরীক্ষার্থীদের। খুব সহজ মনে হলেও আদতে পরীক্ষার্থীদের অধিকাংশই জানেন না উত্তরটি। এই প্রতিবেদনে তেমন একটি ট্রিকি প্রশ্ন করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে ডাবের ইংরেজি কী?
advertisement
4/6
আমারা সকলেই কমবেশি ডাব খেয়ে থাকি। নারকেল হল ডাবের পরিপক্ক রূপ। ডাব পেকে নারকেল হওয়ার সঙ্গে সঙ্গে ডাবের জল কমে যায়, তার জায়গায় ভেতরে জমা হয় নারকেলের শাঁস।
advertisement
5/6
গরমকালে ডাব আমাদের সকলেরই খুব প্রিয়। কিন্তু নারকেলের ইংলিশ জানলেও আমারা অনেকেই ডাবের ইংরজি জানি না।
advertisement
6/6
অনেকেই ভাবে ডাব একটি ইংরেজি শব্দ। তাই ডাবের কোনও ইংরেজি নেই। তা একেবারেই নয়। ডাবের ইংরেজি হল Green Coconut বা গ্রিন ককোনাট।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: নারকেল তো সবার জানা, বলুন তো ডাবের ইংরেজি কী? আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু নয়!