TRENDING:

General Knowledge: ফল তো সকলেই খাই! এই একটি ফলের বীজ মারাত্মক 'বিষাক্ত'... ভুল করে খেলে মৃত‍্যুও হতে পারে

Last Updated:
General Knowledge: আপেলের মতো পুষ্টিকর ফল খুব কমই হয়৷ কিন্তু এই আপেলের বীজই হতে পারে ভয়ঙ্কর ক্ষতিকর৷ শরীরে অত্যধিক মাত্রায় সায়ানাইড গেলে হার্ট ও ব্রেন অচল হয়ে যেতে পারে। কোমায় চলে যাওয়া, এমনকি, মৃত্যুও হতে পারে।
advertisement
1/7
ফল তো সকলেই খাই! এই একটি ফলের বীজ মারাত্মক 'বিষাক্ত'... ভুল করে খেলে মৃত‍্যুও হতে পারে
চাকরির পরীক্ষায় এমন অনেক প্রশ্ন আসে যা কিছুক্ষণের জন্য ঘাবড়ে দেয় পরীক্ষার্থীদের। খুব সহজ মনে হলেও আদতে পরীক্ষার্থীদের অধিকাংশই জানেন না উত্তরটি।
advertisement
2/7
বর্তমানে স্মার্ট ফোনের যুগে অবসর সময়ে অনেকেই জিকে অথবা ধাঁধার সমাধান করার পিছনে সময় দিয়ে থাকেন।
advertisement
3/7
রোজই আমরা বেশিরভাগ মানুষই ফল খাই কিন্তু ফলের সম্পর্কে বহু কিছু আমাদের কাছে অজানাই থেকে যায়। অনেকেই ফল খাওয়ার সময় ছোট বীজও খেয়ে নেয়।
advertisement
4/7
আপেলের বীজে রয়েছে বিষ। প্রতি কেজি আপেলের বীজে ৭০০ মিলিগ্রাম হাইড্রোজেন সায়ানাইড রয়েছে। একটি বীজের গড় ওজন আধ গ্রাম। অর্থাৎ, ২০০টি বীজ খেলে ১৫০ পাউন্ড ওজনের মানুষের মৃত্যু হবে৷
advertisement
5/7
আপেলের মতো পুষ্টিকর ফল খুব কমই হয়৷ কিন্তু এই আপেলের বীজই হতে পারে ভয়ঙ্কর ক্ষতিকর৷ শরীরে অত্যধিক মাত্রায় সায়ানাইড গেলে হার্ট ও ব্রেন অচল হয়ে যেতে পারে। কোমায় চলে যাওয়া, এমনকি, মৃত্যুও হতে পারে। শরীরে অল্প পরিমাণে সায়ানাইড গেলে মাথা ধরা, বমি, পেট ব্যথা, দুর্বলতা, খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।
advertisement
6/7
তবে, ৪-৫টা আপেলের সঙ্গে বীজ গিলে ফেললে এই বীজ পরিপাকনালী হয়ে মলদ্বার দিয়ে আস্তই বেরিয়ে যায়। ফলে ভয়ের কোনো কারণ থাকে না। তখন এই বীজের কঠিন আবরণ ভেদ করে সায়ানাইড বাইরে বেরিয়ে আসতে না পারায় বিষক্রিয়া ঘটে না।
advertisement
7/7
২০১৫ সালের একটি গবেষণা অনুসারে, এক গ্রাম আপেলের বীজে অ্যামিগডালিনের পরিমাণ আপেলের বিভিন্নতার উপর নির্ভর করে। প্রতি কিলোগ্রাম শরীরের ওজনে ১ মিলিগ্রাম সায়ানাইড ক্ষতিকারক। এক একটি আপেলের দানায় থাকে গড়ে ০.৪৯ মিলিগ্রাম সায়ানোজেনিক যৌগ। একটি আপেলে গড়ে ৮টির মতো বীজ থাকে। অর্থাত্‍‌ গোটা আপেলে মোট সায়ানাইডের পরিমাণ দাঁড়াচ্ছে ৩.৯২ মিলিগ্রাম।(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: ফল তো সকলেই খাই! এই একটি ফলের বীজ মারাত্মক 'বিষাক্ত'... ভুল করে খেলে মৃত‍্যুও হতে পারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল