Kashmir General Knowledge: ভূস্বর্গে ঘটে গেল নারকীয় হত্যাকাণ্ড! ৭০০ বছর আগে কাশ্মীরকে স্বর্গ বলেন বিখ্যাত কবি, জানেন কে?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Kashmir General Knowledge: কাশ্মীর ভারতের ভূস্বর্গ! বলা যেতে পারে ভারতের মাথার মুকুট। ২২ এপ্রিল জঙ্গিহানায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর পরে অনেকেই বলেছিলেন নরকে পরিণত হয়েছে ভূস্বর্গ।
advertisement
1/5

কাশ্মীর ভারতের ভূস্বর্গ! বলা যেতে পারে ভারতের মাথার মুকুট। ২২ এপ্রিল জঙ্গিহানায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর পরে অনেকেই বলেছিলেন নরকে পরিণত হয়েছে ভূস্বর্গ। (Photo: AP)
advertisement
2/5
কিন্তু জানেন কি কাশ্মীরকে ভূস্বর্গ কে বলেছিলেন?৭০০ বছর আগে প্রথম বার কাশ্মীরকে ভূস্বর্গ বলে অভিহিত করা হয়। কাশ্মীরের সৌন্দর্য দেখে সেই সময়ে মুগ্ধ হয়েছিলেন পার্সি কবি আমির খুসরু।
advertisement
3/5
তারপরে তিনি কাশ্মীরকে পার্সি ভাষায় বর্ণনা করেন, “আগার ফিরদৌস বার রুহে জামিন আস্ত, হামিন আস্তো হামিন আস্তো হামিন আস্ত”।
advertisement
4/5
যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “যদি পৃথিবীতে স্বর্গ বলে কিছু থাকে, এটাই, এটাই, এটাই।”
advertisement
5/5
যদিও এটা আদতে কার লেখা তা নিয়ে ঐতিহাসিকদের কিছুটা মতবিরোধ রয়েছে। অনেকে মনে করেন কাশ্মীরকে স্বর্গ বলেছিলেন মুঘল সম্রাট আকবর।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Kashmir General Knowledge: ভূস্বর্গে ঘটে গেল নারকীয় হত্যাকাণ্ড! ৭০০ বছর আগে কাশ্মীরকে স্বর্গ বলেন বিখ্যাত কবি, জানেন কে?