General Knowledge: কোন 'রং' ষাঁড় দেখতে পায় না বলুন তো...? উত্তর শুনলে চমকে যাবেন, গ্যারান্টি!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
General Knowledge: চলুন দেখে নেওয়া যাক নানা দেশ বিদেশের ও জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা ও ইতিহাস-বিজ্ঞান সম্বলিত এমন কিছু আকর্ষণীয় সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর। তালিকায় রয়েছে এমন কিছু তথ্য যা একইসঙ্গে অবাক করবে আপনাকে। শুনলে হয়তো আকাশ থেকে পড়বেন।
advertisement
1/14

বর্তমান যুগে নিয়মমাফিক পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের চৌখস থাকাও জরুরি। আর সেক্ষেত্রে সাধারণ জ্ঞানের ও কারেন্ট অ্যাফেয়ার্স জাতীয় তথ্য জানা অত্যন্ত জরুরি।
advertisement
2/14
সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি প্রায়ই প্রতিযোগিতামূলক পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। তাই, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাধারণ জ্ঞানভিত্তিক কুইজ প্রশ্নোত্তর শেয়ার করা হল আজ এই প্রতিবেদনে।
advertisement
3/14
চলুন দেখে নেওয়া যাক নানা দেশ বিদেশের ও জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা ও ইতিহাস-বিজ্ঞান সম্বলিত এমন কিছু আকর্ষণীয় সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর। তালিকায় রয়েছে এমন কিছু তথ্য যা একইসঙ্গে অবাক করবে আপনাকে। শুনলে হয়তো আকাশ থেকে পড়বেন।
advertisement
4/14
১. সম্প্রতি কোন রাজ্যে 'স্কুল অন হুইলস' উদ্যোগ চালু হয়েছে?(ক) অসম (খ) মণিপুর (গ) গুজরাত (ঘ) হিমাচল প্রদেশ উত্তর – (খ) মণিপুর
advertisement
5/14
২. ভারত সম্প্রতি কোন দেশ থেকে তার সামরিক কর্মীদের প্রত্যাহার করেছে?(ক) মালদ্বীপ (খ) নেপাল (গ) বাংলাদেশ (ঘ) কাতার উত্তর – (ক) মালদ্বীপ
advertisement
6/14
৩. ভারতে আঙুর চাষের জন্য বিখ্যাত কোন স্থান?(ক) মুম্বই (খ) নাসিক (গ) অসম (ঘ) উদয়পুর উত্তর – (খ) নাসিক
advertisement
7/14
৪.কোন রং ষাঁড় দেখতে পারে না?(ক) লাল (খ) নীল (গ) হলুদ (ঘ) কালো উত্তর - (ক) লাল
advertisement
8/14
৫. কোন বলিউড অভিনেত্রী ইউনিসেফ ভারতের জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন?(ক) ক্যাটরিনা কাইফ (খ) করিনা কাপুর খান (গ) প্রিয়াঙ্কা চোপড়া (ঘ) অনুষ্কা শর্মা উত্তর- (খ) করিনা কাপুর খান
advertisement
9/14
৬. কোন দেশ সম্প্রতি ভারতীয়দের ভিসা মুক্ত প্রবেশের সময়সীমা বাড়িয়েছে?(ক) ভিয়েতনাম (খ) মালয়েশিয়া (গ) শ্রীলঙ্কা (ঘ) ফ্রান্স উত্তর – (গ) শ্রীলঙ্কা
advertisement
10/14
৭. ভারতের কোন শহরটি ব্লু সিটি নামে পরিচিত?(ক) যোধপুর (খ) জয়পুর (গ) পানাজি (ঘ) উদয়পুর উত্তর- (ক) যোধপুর
advertisement
11/14
৮. ভারতের ১৪তম প্রধানমন্ত্রীর নাম কী?(ক) মনমোহন সিং (খ) নরেন্দ্র মোদি (গ) অটল বিহারী বাজপেয়ী (ঘ) কেউ না উত্তর-(খ) নরেন্দ্র মোদি
advertisement
12/14
৯. ভারতে প্রথম ফোন কবে লঞ্চ হয়?(ক) ১৯৯৫ (খ) ১৯৫২ (গ) ১৯৭০ (ঘ) ১৯২০ উত্তর-(ক) ১৯৯৫
advertisement
13/14
রিখটার স্কেলে কী পরিমাপ করা হয়?(ক) ভূমিকম্পের তীব্রতা (খ) আগ্নেয়গিরির তীব্রতা (গ) বৃষ্টির তীব্রতা (ঘ) মাটি পরীক্ষা উত্তর- (ক) ভূমিকম্পের তীব্রতা
advertisement
14/14
অস্বীকৃতি: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: কোন 'রং' ষাঁড় দেখতে পায় না বলুন তো...? উত্তর শুনলে চমকে যাবেন, গ্যারান্টি!