TRENDING:

General Knowledge Story: লাল বা হলুদ নয়! বলুন তো সূর্যের 'আসল’ রং কী? উত্তর পড়লে অবাক হবেন আপনিও!

Last Updated:
General Knowledge Story: সূর্য আসলে হলুদও নয়, লালও নয় এমনকি নয় কমলা…। তাহলে সূর্যের আসল রঙটি কী? জেনে নিন আজ এই প্রতিবেদনে।
advertisement
1/7
লাল বা হলুদ নয়! বলুন তো সূর্যের 'আসল’ রং কী? উত্তর পড়লে অবাক হবেন আপনিও!
চাকরির পরীক্ষায় এমন অনেক প্রশ্ন আসে যা কিছুক্ষণের জন্য ঘাবড়ে দেয় পরীক্ষার্থীদের। খুব সহজ মনে হলেও আদতে পরীক্ষার্থীদের অধিকাংশই জানেন না উত্তরটি।
advertisement
2/7
বর্তমানে স্মার্ট ফোনের যুগে অবসর সময়ে অনেকেই জিকে অথবা ধাঁধার সমাধান করার পিছনে সময় দিয়ে থাকেন।
advertisement
3/7
আমরা প্রতিদিনই একবার না একবার সূর্যকে দেখি আকাশে। আর যখনই আপনি সূর্যের দিকে তাকানোর চেষ্টা করেন বা সূর্যের ছবি দেখতে চান নিশ্চই আপনার মনে হয় সূর্যের রঙ হলুদ, লাল বা কমলা, কোনও একটা। কিন্তু জানেন কী বাস্তবে তা মোটেই ঠিক নয়।
advertisement
4/7
সূর্য আসলে হলুদও নয়, লালও নয় এমনকি নয় কমলা…। তাহলে সূর্যের আসল রঙটি কী? জেনে নিন আজ এই প্রতিবেদনে।
advertisement
5/7
জানলে অবাক হবেন সূর্যের রং একেবারেই হলুদ নয়, বরং সূর্যের রং চাঁদের মতো সাদা। নাসার মহাকাশচারী স্কট কেলি বলছেন। তিনি বলেন, পৃথিবী থেকে সূর্যকে হলুদ দেখালেও তার রঙ আসলে সাদা।
advertisement
6/7
ছোট তরঙ্গদৈর্ঘ্যের কারণে, নীল রঙ লাল রঙের চেয়ে ভাল ছড়িয়ে পড়ে। সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সূর্যের নীল আলো ছড়িয়ে পড়ে। তাই সূর্যোদয়ের সময় এটি লাল দেখায়।
advertisement
7/7
যখন সূর্যের রশ্মি আমাদের চোখে পৌঁছায়, তখন তারা আমাদের চোখের ফটোরিসেপ্টর কোষকে পরিপূর্ণ করে। এ কারণে সূর্য হলুদ দেখায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge Story: লাল বা হলুদ নয়! বলুন তো সূর্যের 'আসল’ রং কী? উত্তর পড়লে অবাক হবেন আপনিও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল