TRENDING:

Poppy Seed Harvesting: এই শস্য চাষ করলেই কোটিপতি, কিন্তু দেশের মাত্র তিনটি রাজ্যে করা যায়! বাড়িতে গাছ লাগালেই জেল

Last Updated:
Poppy Seed Harvesting শস্য চাষ করলেই কোটিপতি, কিন্তু দেশের মাত্র তিনটি রাজ্যে করা যায়, সেটি হল পোস্ত চাষ। ভারতের মাত্র তিনটি রাজ্যেই পোস্ত চাষ করা যায়, সারা বিশ্বেও হাতেগোনা কয়েকটি দেশে পোস্ত চাষ করা যায়।
advertisement
1/5
এই শস্য চাষ করলেই কোটিপতি, কিন্তু দেশের মাত্র তিনটি রাজ্যে করা যায়!বাড়িতে গাছ লাগালেই জেল
পোস্ত কিন্তু সকলেরই প্রিয়। ভারতে পোস্ত চাষের ইতিহাসও বেশ পুরনো। মুঘল আমলেও ভারতে রমরমিয়ে হত পোস্ত চাষ।
advertisement
2/5
স্বাধীনতার পরেও পোস্ত চাষের প্রতি ভারত সরকারের নিয়ন্ত্রণ ছিলই। ১৯৬১ সালে ‘সিঙ্গল কনভেনশন অন নারকোটিক ড্রাগস’ নামক এক সম্মেলন থেকে আফিমের নেশা মুক্তির ডাক দেওয়া হয়।
advertisement
3/5
পরে ভারত সরকার পোস্ত গাছ থেকে আফিমের আঠা উৎপাদন করার অনুমতি দেওয়া হয়েছিল। পরে ১৯৮৫ সালে আইন করে ভারতে পোস্ত চাষ নিষিদ্ধ করা হয়। ভারতে বর্তমানে শুধু তিনটি রাজ্য আইনি ভাবে পোস্ত চাষ করতে পারে। যার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশ।
advertisement
4/5
বিশ্বের হাতেগোনা দেশগুলির মধ্যে ভারত অন্যতম একটি যেখানে নিয়ন্ত্রিত ভাবে পোস্ত চাষ করা যায়, কৃষকরা লাইসেন্স পান পোস্ত চাষের জন্য, সেই অনুমতি ছাড়া পোস্ত চাষ করা যায় না। অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, জার্মানি, হাঙ্গেরি, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রোমানিয়া, রাশিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, তুরস্ক, এবং ইউক্রেনে পোস্ত চাষ হয়।
advertisement
5/5
সরকারি সূত্রের খবর অনুযায়ী, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের প্রায় ৬,৫০০ হেক্টর জমিতে পোস্ত চাষ করা হয়। ভারতের বাইরে অস্ট্রেলিয়া এবং তুরস্কেও পোস্ত চাষ বৈধ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Poppy Seed Harvesting: এই শস্য চাষ করলেই কোটিপতি, কিন্তু দেশের মাত্র তিনটি রাজ্যে করা যায়! বাড়িতে গাছ লাগালেই জেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল