TRENDING:

ঠিক যেন রূপকথা! নিজেদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে তৈরি সমকামী দম্পতি অমিত-আদিত্য

Last Updated:
প্রেমে মানে না বাধা৷ মানে না জাতি-ধর্ম-লিঙ্গভেদ৷ সমাজের যাবতীয় ট্যাবু ভেঙে এটাই প্রমাণ করে দিলেন অমিত-আদিত্য৷
advertisement
1/5
ঠিক যেন রূপকথা! প্রথম সন্তানকে স্বাগত জানাতে তৈরি সমকামী দম্পতি অমিত-আদিত্য
নিজেদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত আমেরিকার অমিত-আদিত্য৷ সমকামী এই পুরুষ দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০১৯-এ৷ কোনও কটাক্ষকে তোয়াক্কা না করে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা৷
advertisement
2/5
অতঃপর আইভিএফ পদ্ধতিতে গর্ভদাত্রী বেছে নিয়েছেন তাঁরা৷ খুব শীঘ্রই সন্তানের মুখও দেখতে চলেছেন৷
advertisement
3/5
অন্য দম্পতির মতো তাঁরাও উদযাপন করতে চান মাদার্স ডে, ফাদার্স ডে৷
advertisement
4/5
দম্পতির পিতৃত্ব শ্যুটের ছবিগুলি পিপল ম্যাগাজিন শেয়ার করেছে। আদিত্য জানানন যে তাঁরা প্রথম থেকেই বাবা-মা হওয়ার ইচ্ছার কথা বলেছিলেন। অবশেষে তা সত্যি হতে চলেছে৷
advertisement
5/5
তাঁরা আরও জানান, শুরুতে, তাঁরা কী করবেন, এর জন্য কত খরচ হয়, প্রক্রিয়াটি কী এবং কতক্ষণ সময় লাগবে সে সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন। এখন অবশ্য সবটাই আয়ত্তে৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ঠিক যেন রূপকথা! নিজেদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে তৈরি সমকামী দম্পতি অমিত-আদিত্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল