TRENDING:

Gas Cylinder leak:হঠাৎ নাকে গ্যাসের গন্ধ? মনে হচ্ছে 'সিলিন্ডার লিক' করছে? 'বড় বিপদ' এড়াতে প্রথমেই কী কী করবেন? জেনে রাখা জরুরি

Last Updated:
আচমকাই যদি নাকে গ্যাসের গন্ধ আসে, মনে হয় সিলিন্ডার থেকে গ্যাস লিক করছে, অবহেলা করবেন না। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফল কতটা মারাত্মক হতে পারে, তা সবার-ই জানা
advertisement
1/7
গ্যাসের গন্ধ? মনে হচ্ছে 'সিলিন্ডার লিক' করছে? 'বড় বিপদ' এড়াতে প্রথমেই কী করবেন?
আজকাল সব বাড়িতেই রান্নার জন্য এলপিজি বা লিক্যুইডিফায়েড পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডার ব্যবহার হয়। এটি হাইড্রোকার্বন গ্যাসের একটি মিশ্রণ যাতে মূলত থাকে প্রোপেন ও বিউটেন। এই গ্যাস সিলিন্ডার যেমন সুবিধাজনক, তেমনি এর ভয়াবহতাও কম নয়। আচমকাই যদি নাকে গ্যাসের গন্ধ আসে, মনে হয় সিলিন্ডার থেকে গ্যাস লিক করছে, অবহেলা করবেন না। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফল কতটা মারাত্মক হতে পারে, তা সবার-ই জানা। তাই যদি কখনও মনে হয়, গ্যাস সিলিন্ডার লিক করছে, সঙ্গে সঙ্গে কী করবেন?
advertisement
2/7
প্রথমেই মাথায় রাখুন, আতঙ্ক করবেন না। রান্না করার সময় হঠাৎ নাকে গ্যাসের গন্ধ আসলে সবার আগে গ্যাসের নব ও রেগুলেটরের নব বন্ধ করুন।
advertisement
3/7
রান্নাঘর এবং ঘরের জানলা-দরজা খুলে রাখুন যাতে গ্যাস বেরিয়ে যেতে পারে। এলপিজি হাওয়ার থেকে ভারী, তাই থিতিয়ে যায়।ঘরে কোনও প্রদীপ বা ধূপকাঠি জ্বালানো থাকলে তা নিভিয়ে দিন
advertisement
4/7
সিলিন্ডারে সেফটি ক্যাপ লাগিয়ে দিন। সিলিন্ডার রান্নাঘর থেকে বার করে খোলা জায়গায় রাখুন এবং একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন।
advertisement
5/7
রান্নাঘর তো বটেই, বাড়ির অন্যান্য বৈদ্যুতিক সুইচগুলি বন্ধ করুন। এইসময় কোনও যন্ত্রপাতি চালু করবেন না।
advertisement
6/7
গ্যাস বার করার জন্য কোনও ফ্যানের ব্যবহার করবেন না। দ্রুত আপনার এলপিজি ডিলারের সঙ্গে যোগাযোগ করুন
advertisement
7/7
মুখে কাপড় বেঁধে রাখুন যাতে শ্বাসের সঙ্গে শরীরের ভিতর গ্যাস না চলে যায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Gas Cylinder leak:হঠাৎ নাকে গ্যাসের গন্ধ? মনে হচ্ছে 'সিলিন্ডার লিক' করছে? 'বড় বিপদ' এড়াতে প্রথমেই কী কী করবেন? জেনে রাখা জরুরি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল