Gardening Tips: শুধু শীতকাল কেন...এই পচা বর্ষাতেও ফুটবে! গোলাপ গাছের টবটায় এই ৬টা জিনিস দিয়ে দেখুন তো!
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Rose Gardening Tips: খেয়াল রাখবেন টবের গোলাপ গাছ যেন সব সময় রোদের দিকে থাকে৷ ছায়ায় রাখলে গোলাপ গাছে ফুল আসে না৷
advertisement
1/7

খেয়াল রাখবেন টবের গোলাপ গাছ যেন সব সময় রোদের দিকে থাকে৷ ছায়ায় রাখলে গোলাপ গাছে ফুল আসে না৷
advertisement
2/7
নতুন গোলাপ কুঁড়ি গজানোর জন্য ফিটকিরির জল আশীর্বাদের চেয়ে কম নয়। অতএব, এক লিটার জলে ১০ গ্রাম ফিটকিরি গুলে প্রতি ১৫ দিন অন্তর গাছের গোড়ায় ঢেলে দিন। এতে মাটির গুণমান উন্নত হয় এবং কুঁড়ির সংখ্যা বৃদ্ধি পায়।
advertisement
3/7
ব্যবহৃত চা পাতা ভাল করে ধুয়ে শুকিয়ে নিন এবং তারপর প্রতি ২০-২৫ দিন অন্তর দুই চামচ চা পাতা গাছের মাটিতে দিন। এতে উপস্থিত নাইট্রোজেন গাছের পাতা সবুজ করে তোলে এবং গোলাপের গুণমান উন্নত করে।
advertisement
4/7
যদি আপনার গোলাপ গাছে ছোট ছোট ফুল ধরে অথবা বেড়ে না ওঠে, তাহলে কলার খোসার সার গোলাপ গাছের জন্য আশীর্বাদ হিসেবে প্রমাণিত হতে পারে। কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তাই, কলার খোসা দুই দিন জলে ভিজিয়ে রাখুন এবং সেই জল গাছে ঢেলে দিন। এতে গাছে নতুন শক্তি আসবে এবং গোলাপ প্রচুর পরিমাণে ফুটতে শুরু করবে।
advertisement
5/7
গোলাপ গাছে, আপনি জলে দই মিশিয়ে গাছের গোড়ায় ঢেলে দিতে পারেন। এতে থাকা উপস্থিত ল্যাকটিক অ্যাসিড এবং ব্যাকটেরিয়া গাছের শিকড়কে শক্তিশালী করে এবং ফুল ফোটার ক্ষমতা বাড়ায়।
advertisement
6/7
গোলাপ গাছের গোড়ায় কাঠের ছাইও ছিটিয়ে দেওয়া যেতে পারে। এই ছাইতে ক্যালসিয়াম, পটাসিয়াম এবং ফসফরাস পাওয়া যায়। যা ফুলের সংখ্যা এবং গুণমান উন্নত করে।
advertisement
7/7
আপনি যদি চান, তাহলে আপনার গোলাপ গাছে বেকিং সোডা স্প্রে করতে পারেন। এর জন্য, ১ লিটার জলে এক চামচ বেকিং সোডা মিশিয়ে স্প্রে করুন। এটিও ১৫ দিনের ব্যবধানে স্প্রে করলে, আপনার গোলাপ গাছে ফুল ফুটতে শুরু করবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Gardening Tips: শুধু শীতকাল কেন...এই পচা বর্ষাতেও ফুটবে! গোলাপ গাছের টবটায় এই ৬টা জিনিস দিয়ে দেখুন তো!