TRENDING:

মায়ের গর্ভে জন্ম হয়নি তাঁর, মাতা পার্বতীর গায়ের হলুদ থেকে জন্মেছিলেন সিদ্ধিদাতা গণেশ

Last Updated:
স্নান করতে করতে গায়ের হলুদ দিয়ে মাতা পার্বতী জন্ম দিয়েছিলেন তাঁর জৈষ্ঠ্যপুত্র গণেশের ।
advertisement
1/7
মায়ের গর্ভে জন্ম হয়নি তাঁর, মাতা পার্বতীর গায়ের হলুদ থেকে জন্মেছিলেন সিদ্ধিদাতা
• একদিন মাতা পার্বতী, অঙ্গে হলুদ লেপন করে অবগাহন করছিলেন। কী খেয়াল হতে সেই হলুদ থেকে উনি একটি মনুষ্য মূর্তি গড়লেন এবং প্রাণসঞ্চার করলেন। জন্ম হল তাঁর দেহজাত জ্যেষ্ঠ পুত্রের। তাঁকে তিনি আদেশ দিলেন, ওঁনার স্নানকালে প্রধান দরজা পাহারা দিতে এবং কাউকে প্রবেশাধিকার না দিতে।
advertisement
2/7
• এইসময় হিমালয় থেকে স্বয়ং শিব এসে হাজির। গৃহে প্রবেশ করতে চাইলে, গণেশ তাঁকে আটকালেন । মাতা পার্বতীর নির্দেশের কথা জানালেন। সেই সময় কিন্তু তাঁরা কেউই জানতেন না যে, তাঁরা পরস্পর পিতা পুত্র। ক্রোধে উন্মত্ত শিব তাঁর ত্রিশূল দিয়ে গণেশের মুন্ডচ্ছেদ করলেন।
advertisement
3/7
• এ দিকে স্নানপর্ব সমাপন করে মাতা পার্বতী মৃত গণেশকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। শিবের ক্রোধ নির্বাপিত হল। উনি বুঝতে পারলেন, একনিষ্ঠ মাতৃভক্তির ফলস্বরূপ গণেশ মৃত্যুবরণ করেছে। গণেশের পুনর্জীবন দানের প্রবল ইচ্ছা থাকলেও শিব খুবই মুশকিলে পড়লেন। কারন ত্রিশূল দিয়ে কাটা মুন্ড কোনওদিন জোড়া লাগে না।
advertisement
4/7
• শিব তখন তাঁর বৃষ নন্দীকে আদেশ দিলেন যে, যে কেউ যদি উত্তরদিকে মাথা রেখে ঘুমিয়ে থাকে এবং তার মায়ের কাছ থেকে দূরে থাকে তবে, তার মস্তক কেটে আনতে। তাঁর কথামত নন্দী এক হস্তী শাবকের মস্তক সংগ্রহ করে আনলেন। শিব পুত্রের দেহে হস্তী মুণ্ড স্থাপন করে পুনর্জীবন দান করলেন।
advertisement
5/7
• মাতা পার্বতী, পুত্রকে ফিরে পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উঠলেন। কিন্তু সম্বিত ফিরে পেতেই মনুষ্য দেহে হস্তী মুণ্ড রূপে পুত্রকে দেখে ভাবনায় পড়ে গেলেন। তিনি এই ভেবে ভয় পেলেন যে, এই রূপ দেহ হয়ত পুত্রকে তার প্রাপ্য সন্মান, মর্যাদা থেকে বঞ্চিত করবে।
advertisement
6/7
• হয়তো এই কারণেই পুত্র অন্যান্য দেবতার সম আসনে পুজিতও হবেন না। ওঁনার চিন্তা শিবকে উনি জানালে, শিব সমস্ত দেবতা কুলকে নিজ গৃহে আমন্ত্রণ করলেন।
advertisement
7/7
• শিব সকলের সম্মুখে পুত্রের পরিচয় দিয়ে নামকরণ করলেন "গণপতি" বা "গণেশ"। দেবতা বৃন্দ তাঁকে আশীর্বাদ করে জানালেন, যে কোনও পুজো বা শুভকাজের শুরুতেই করতে হবে গণেশ পুজো। অন্যথায় শুভকাজের ফললাভ হবে না এবং গণেশ পুজো করলে যে কোনও কাজে সিদ্ধিলাভ হবে। তাই তো উনি সিদ্ধিদাতা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
মায়ের গর্ভে জন্ম হয়নি তাঁর, মাতা পার্বতীর গায়ের হলুদ থেকে জন্মেছিলেন সিদ্ধিদাতা গণেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল