TRENDING:

Ganesh Puja viral news: ভুলে ৪ লাখের সোনার চেন সমেত বিসর্জন হল গণেশের! মনে পড়তেই ১০ ঘণ্টা ধরে চলল খোঁজ, তারপর...

Last Updated:
Ganesh Puja gold chain: গণেশপুজোয় নিজেদের আর্থিক সমৃদ্ধির জন্য বহু মানুষ দেবতার উদ্দেশে সোনা বা রুপোর গয়না অর্পন করেছিলেন। সেরকমই এক দম্পতির খবর শিরোনামে উঠে এসেছে।
advertisement
1/5
ভুলে ৪ লাখের সোনার চেন সমেত ভাসান হল গণেশের! মনে পড়তেই চলল খোঁজ, তারপর...
ক’দিন আগেই দেশ জুড়ে পালিত হয়েছে গণেশপুজো। গণেশপুজোয় নিজেদের আর্থিক সমৃদ্ধির জন্য বহু মানুষ দেবতার উদ্দেশে সোনা বা রুপোর গয়না অর্পন করেছিলেন। সেরকমই এক দম্পতির খবর শিরোনামে উঠে এসেছে।
advertisement
2/5
বেঙ্গালুরুর একটি পরিবারও এমন কাজই করেছিলেন। বেঙ্গালুরুর বিজয়নগরে ঠাকুর বিসর্জনের সময় গণেশের গলা থেকে উপহার দেওয়া সোনার চেনটি খুলতে ভুলে গিয়েছিলেন রামাইয়া এবং উমা দেবী নামের দম্পতি।
advertisement
3/5
বিসর্জনের সময় ঠাকুরকে ফুল দিয়ে তো সাজানো ছিলই, গলায় ছিল ৬০ গ্রামের সোনার চেনও। বিসর্জনের পরে সোনার চেনের কথা মনে পড়তেই বিসর্জনস্থলে ছুটে আসেন পেশায় শিক্ষক দম্পতি।
advertisement
4/5
এসে খোঁজ করেন, যারা বিসর্জন দিচ্ছিল তারা জানান, চেনটি তাদের নকল মনে হয়েছে বলে তারা খেয়াল করেননি। উপায় না দেখে মাগদি রোড থানা এবং গোবিন্দরাজনগরের বিধায়ক প্রিয়া কৃষ্ণের দ্বারস্থ হন দম্পতি।
advertisement
5/5
পরে বিধায়কের উদ্যোগে ১০ হাজার লিটারের ট্যাঙ্কে খোঁজ শুরু হয় সোনার চেনটির। ১০ ঘণ্টা ধরে ১০ জন লোক মিলে তল্লাশির পরে ঠাকুর বিসর্জনের পরের দিন চেনটি উদ্ধার করা হয়। এ যেন খড়ের গাদায় সুঁচ খোঁজার মতো, তবে অবশেষে উদ্ধার হয় ৪ লাখ টাকার সোনার চেনটি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Ganesh Puja viral news: ভুলে ৪ লাখের সোনার চেন সমেত বিসর্জন হল গণেশের! মনে পড়তেই ১০ ঘণ্টা ধরে চলল খোঁজ, তারপর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল