TRENDING:

কীভাবে জন্ম হয়েছিল গণেশের ? জেনে নিন গণেশ চতুর্থীর গুরুত্ব

Last Updated:
advertisement
1/5
কীভাবে জন্ম হয়েছিল গণেশের ? জেনে নিন গণেশ চতুর্থীর গুরুত্ব
• তিনি সিদ্ধিদাতা ৷ যে কোনও পুজোর আগে তাঁর পুজো করতেই হয় ৷ পার্বতীর বরে তিনি হয়েছিলেন পরম শক্তিশালী এবং বুদ্ধিমান ৷ কী ভাবে জন্ম হয়েছিল এই গণেশের ? কেনই বা তাঁর মাথা হাতির মতো ? ছবি: পিক্স্যাবে ৷
advertisement
2/5
• কথিত আছে, গণেশকে নিজ-হাতে গড়েছিলেন পার্বতী ৷ তারপর তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন দেবী ৷ জীবনদানের পর ওই বালককে নিজ-পুত্র রূপে স্বীকার করেন তিনি ৷ গণেশের যখন জন্ম হয় তখন মহাদেব কৈলাসে ছিলেন না ৷ তিনি ফিরে এসে দেখেন, একটি গুহার ভিতর রয়েছেন পার্বতী ৷ আর সেই গুহাদ্বার পাহারা দিচ্ছে একটি ছোট বালক ৷ মায়ের আদেশে গুহাদ্বার রক্ষা করছিল গণেশ ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
3/5
• শিব এসে সেই গুহায় প্রবেশ করতে চাইল গণেশ বাধা দেয় ৷ এতেই রেগে যান শিব ৷ দেবতাদের সঙ্গে গণেশের যুদ্ধ বাঁধে ৷ কিন্তু সমস্ত দেবতাই পরাস্ত হন পুঁচকে ওই ছেলের সামনে ৷ তখন রেগে গিয়ে শিব ত্রিশূল দিয়ে গণেশের মস্তকছেদ করেন ৷ গণেশের মৃত্যুতে অত্যন্ত ক্ষুব্ধ হন পার্বতী ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
4/5
• শিব তখন অন্য দেবতাদের নির্দেশ দেন উত্তর দিকে গিয়ে যার মাথা আগে দেখতে পাবে সেই মাথাই কেটে নিয়ে আসতে। দেবতারা প্রথমেই একটি হাতি পেয়ে তারই মাথা নিয়ে আসে। সেই মাথাটিই গণেশের দেহে বসিয়ে দেন শিব। ছবি: পিক্স্যাবে ৷
advertisement
5/5
• এরপর থেকেই প্রথম পূজ্য হিসেবে মান্যতা পান গণেশ ৷ গণেশকে বলা হয় বিঘ্নহন্তা অর্থাৎ যিনি বাধা বিপত্তি নাশ করেন। ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা বিপত্তি থেকে মুক্তি পেতেই ভক্তরা এই পুজো করেন। ছবি: পিক্স্যাবে ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
কীভাবে জন্ম হয়েছিল গণেশের ? জেনে নিন গণেশ চতুর্থীর গুরুত্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল