TRENDING:

Ganesh Chaturthi 2022: গণেশ পুজোর দিনে তিথি ও সময়ের গুরুত্ব অপরিসীম, সৌভাগ্য-সমৃদ্ধি উপচে পড়ে

Last Updated:
কাশীর জ্যোতিষাচার্য চক্রপাণি ভট্টের পরামর্শে আপনিও আবাহন করতে পারেন সৌভাগ্যকে৷
advertisement
1/5
গণেশ পুজোর দিনে তিথি ও সময়ের গুরুত্ব অপরিসীম, সৌভাগ্য-সমৃদ্ধি উপচে পড়ে
#কলকাতা: মহারাষ্ট্র সহ সারা দেশে গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)  পালিত হচ্ছ৷ আজ সকলেই নিজের ঘরে গণপতির পুজো করছেন৷  হিন্দু ক্যালেন্ডার অনুযায়ি ভাদ্র মাসের চতুর্থী তিথিতে গণেশের আরাধনা করা হয়৷ তাঁর জন্ম নিয়ে একাধিক কাহিনী প্রচলিচ রয়েছে৷ আজকের দিনে যাঁরা ঘরে গণেশের মূর্তি স্থাপন করেন তাঁদের অক্ষয় পুণ্য লাভ হয়৷ শুভ মুহূর্ত দেখে  পুজো বিধি মেনে এই গণেশ দেবতার মূর্তি স্থাপনা করা খুবই জরুরি৷
advertisement
2/5
কাশীর জ্যোতিষাচার্য চক্রপাণি ভট্ট জানিয়েছেন কোন সময়ে মূর্তি স্থাপনা করলে জীবনের সব বাধা কেটে গেয়ে সংসার অখণ্ড শান্তি এবং সমৃদ্ধি ভরে যায়৷ গণেশ চতুর্থী ২০২২ ৩০ অগাস্ট দুপুর ৩টা ৩৪ এ ভাদ্র মাসের শুক্লা চতুর্থী  তিথি শুরু হচ্ছে৷ আর আজ বিকেল ৩টা ২৩ অবধি তা থাকছে৷
advertisement
3/5
গণেশ স্থাপনার মুহূর্ত দিনের চারটি মুহূর্ত লাভ ও উন্নতি - সকাল ৫টা ৫৮ থেকে ৭টা ৩৪, বিকেল ৫টা ৮ মিনিট থেকে ৬.৪৪ অবধি অমৃত- সর্বোত্তম- সকাল ৭টা ৩৪ থেকে সকাল ৯টা ১০ অবধি চার সামাণ্য- সকাল ৯.১০ টা থেকে ১০.৪৬ টা অবধি শুভ উত্তম - ১০.৪৬ থেকে দুপুর ১২,২১ টা অবধি গণেশ পূজার আদর্শ মুহূর্ত - ১১. ০৫ থেকে দুপুর ১.৩৮ অবধি
advertisement
4/5
গণেশ চতুর্থীর যোগ ও সংযোগ  রবি যোগ- আজ সকাল ৫.৫৮ থেকে গভীর রাত ১২.১২ অবধি শুভযোগ- প্রাতঃকাল থেকে সারা দিন গণেশজী-র জন্মযোগ- আজ বুধবার দিন, গণপতির জন্ম সময়ের দিনও বুধবারই ছিল৷
advertisement
5/5
গণেশ চতুর্থী ২০২২ চন্দ্রোদয়ের সময়-  আজ সকাল ৯.২৬ এ এবং চন্দ্রাস্ত ৯.১১ অবধি গণেশ স্থাপনা ও পূজাবিধি ১) সবার আগে পূজা স্থাপনার সময় পরিষ্কার -পরিচ্ছন্ন করে নিন , জায়গাটা সাজিয়ে নিন, তারপর গণপতিকে নিয়ে আসুন৷ ২)গণপতি বাপ্পাকে একটি চৌকিতে স্থাপিত করুন৷ তাতে একটি হলুদ- ও লাল রঙের  কাপড় দিয়ে ঢেকে দিন৷ তারপর মন্ত্র পরে আবাহন করুন৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Ganesh Chaturthi 2022: গণেশ পুজোর দিনে তিথি ও সময়ের গুরুত্ব অপরিসীম, সৌভাগ্য-সমৃদ্ধি উপচে পড়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল