Ganesh Chaturthi 2021: দেশের এসব মন্দিরে সদাজাগ্রত গণপতি, চতুর্থীর পুণ্যলগ্নে জানুন বিস্তারিত!
- Published by:Pooja Basu
Last Updated:
ধর্মীয় তো বটেই, এই মন্দিরগুলি ঐতিহাসিক কারণেও বিশেষ বিখ্যাত।
advertisement
1/7

গণেশ চতুর্থীর এই বিশেষ শুভক্ষণে আসুন জেনে নেওয়া যাক ভারতের বিখ্যাত কিছু গণেশ মন্দিরের কথা। ধর্মীয় তো বটেই, এই মন্দিরগুলি ঐতিহাসিক কারণেও বিশেষ বিখ্যাত। ১. সিদ্ধিবিনায়ক মন্দির (Siddhivinayak Temple), মুম্বই: এটি ভারতে অবস্থিত গণেশ মন্দিরগুলির মধ্যে অন্যতম। এখানে ভগবান পূজিত হন নওসচা গণপতি (Navasacha Ganpati) হিসেবে। ১৮০১ সালে নির্মিত এই মন্দির পরিদর্শনে প্রতি বছর দেশ-বিদেশ থেকে হাজার-হাজার ভক্ত, ধার্মিকের আগমন ঘটে।
advertisement
2/7
২. শ্রীমৎ দগরুশেঠ হালওয়াই গণপতি মন্দির (Dagdusheth Halwai Ganapati Temple), পুণে: প্রায় ৭ ফুট ৫ ইঞ্চি লম্বা এবং ৪ ফুট চওড়া আবক্ষ গণেশ মূর্তির সাক্ষাৎ পাওয়া যাবে এখানে। শ্রীমন দগরুশেঠের সহকারী ও বন্ধু লোকমান্য তিলক (Lokmanya Tilak) প্রথম এখান থেকে গণেশ মহোৎসব পালনের সিদ্ধান্ত নেন।
advertisement
3/7
৩. বিঘ্নহর মন্দির (Vighnahar Temple), ওজার: পুণে থেকে ৮৫ কিমি. দূরত্বে, কুকাদি নদীর তীরে এই মন্দিরের অবস্থান। স্কন্দ পুরাণের কাহিনি অনুসারে বিঘ্নাসুরকে বধ করে বিঘ্নহরের উপাধি পান গণেশ। সে কাহিনিকেই প্রতিস্থাপিত করে এই মন্দিরের কারুকার্য ও মূর্তি কল্পনা করা হয়েছে।
advertisement
4/7
৪. গণপতিপুলে মন্দির (Ganapatipule Temple), রত্নাগিরি: মুম্বই থেকে ৩৫০ কিমি. দূরত্বে কোঙ্কন জেলায় অবস্থিত এই মন্দির প্রায় ৪০০ বছরের পুরনো। এখানে গণেশ পশ্চিম-দুয়ার দেবতা নামে পরিচিত।
advertisement
5/7
৫. উচ্চি পিল্লাইয়ার মন্দির (Ucchi Pillayar Temple), তিরুচিরাপল্লী: তিরিচির একেবারে উপরিভাগে অবস্থিত এই মন্দির নির্মাণ করেছিলেন বিজয়নগর রাজ্যের রাজারা। পাহাড়ের উপরিভাগ থেকে কাবেরী নদীর মনোরম শোভা এবং মন্দিরের অপরুপ কারুকার্য যে কোনও দর্শনার্থীকে মুগ্ধ করবে।
advertisement
6/7
৬. কানিপাকম বিনায়ক মন্দির (Kanipakam Vinayaka Temple), চিত্তুর: অন্ধ্র প্রদেশের চিত্তুর জেলার অন্তর্গত কানিপাকম গ্রামের এই গণেশ মন্দির প্রায় ১০০০ বছরের পুরনো। চোল রাজ্যের রাজা প্রথম কুলতুঙ্গ চোল (Kulothunga Chola I) এই মন্দির নির্মাণ করেন। বলা হয়ে থাকে এই মন্দিরের আরাধ্য গণেশ মূর্তি আকারে দিন দিন বেড়েই চলেছে।
advertisement
7/7
৭. উপরের মন্দিরগুলি ছাড়াও রণথম্বোর গণেশ মন্দির (Ranthambore Ganesh Temple), গ্যাংটকের গণেশ টোক মন্দির (Ganesh Tok Temple), রাজস্থান এবং মতি ডাংরি মন্দির (Moti Dungri Ganesh Temple) এগুলিও ভারতের বিখ্যাত গণেশ মন্দিরের অন্যতম।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Ganesh Chaturthi 2021: দেশের এসব মন্দিরে সদাজাগ্রত গণপতি, চতুর্থীর পুণ্যলগ্নে জানুন বিস্তারিত!