Ganesh Chaturthi 2020: কীভাবে জন্ম হয়েছিল গণেশের ? জেনে নিন গণেশ চতুর্থীর গুরুত্ব
- Published by:Ananya Chakraborty
Last Updated:
কীভাবে জন্ম হয়েছিল দেবী পার্বতীর সন্তানের, জেনে নিন
advertisement
1/17

আজ ২২ অগাস্ট, শনিবার দেশে জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। যা বিনয়াক চতুর্থী বা গণেশ পুজো নামেও পরিচিত। দ্রিক পঞ্চাঙ্গ অনুযায়ি এবারে ২২ জুন সকাল ১১.০৬ এ পড়ছে গণেশ চতুর্থী৷ পঞ্জিকা অনুযায়ি শুভ সময় থাকছে বেলা ১.৪২ অবধি৷ উৎসবের তিথি শুরু হচ্ছে রাত ১১.০২ এ, আর শেষ হচ্ছে ২২ তারিখ সন্ধ্যা ৭.৫৭ এ৷ (Image: Network18 Graphics)
advertisement
2/17
একবার শিবঠাকুর অসুরদের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলেন, ফলে দেবী পার্বতী একাই কৈলাসে ছিলেন ।
advertisement
3/17
এক দিন দেবী পার্বতী কৈলাসে স্নান করছিলেন। গুহার দরজা পাহারা দেওয়ার কেও ছিল না। পার্বতী গায়ে হলুদ মাখেন এবং সেই হলুদ দিয়ে একটি মূর্তি তৈরি করেন।
advertisement
4/17
সেই মূর্তিতে সমস্ত প্রাণ এবং ঐশ্বরিক ক্ষমতা দেন। জন্ম হয় গণেশের।
advertisement
5/17
পার্বতী স্নান করতে যাওয়ার সময় গণেশকে গুহার দরজায় পাহারায় রেখে যান। আদেশ দিয়ে যান যে তাঁর স্নানের সময় কেউ যেন ভিতরে ঢুকতে না পারে।
advertisement
6/17
সেই সময়েই হাজির হন ভগবান মহাদেব
advertisement
7/17
তিনি ভিতরে প্রবেশ করতে চাইলেন। কিন্তু গণেশ তাঁকে বাধা দিলেন।
advertisement
8/17
শিব রেগে গিয়ে তাঁর বাহিনীকে আদেশ দিলেন গণেশকে হত্যা করার।
advertisement
9/17
কিন্তু তারা গণেশের সামান্য ক্ষতি করতেও সক্ষম হল না।
advertisement
10/17
তাই তিনি নিজে গণেশের সঙ্গে যুদ্ধ করতে এলেন। শিব গণেশের মুণ্ডটি কেটে তাকে হত্যা করলেন।
advertisement
11/17
একথা জানতে পেরে পার্বতী রেগে যান। তিনি তখন রুদ্রমূর্তি ধারণ করে পৃথিবীকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন।
advertisement
12/17
তখন ব্রহ্মা, বিষ্ণু এবং অন্যান্য দেবতারা তাঁকে শান্ত করার চেষ্টা করেন।
advertisement
13/17
পার্বতী দুটি শর্ত দিলেন। প্রথমত, গণেশের প্রাণ ফিরিয়ে দিতে হবে এবং সকল দেবতার পূজার আগে তাঁর পূজার বিধি প্রবর্তন করতে হবে।
advertisement
14/17
শিবঠাকুর তাঁর ভুল বুঝতে পারেন এবং ব্রহ্মাকে আদেশ করেন, উত্তর দিকে মুখ করে শুয়ে থাকা যেকোনও প্রাণির মুণ্ড নিয়ে আসতে।
advertisement
15/17
এক শক্তিশালী হাতির মাথা নিয়ে ফিরে এলেন। শিব সেই মাথাটি গণেশের দেহে স্থাপন করলেন।
advertisement
16/17
তাঁর মধ্যে প্রাণের পুনঃপ্রতিষ্ঠা করা হল। শিব গণেশকে নিজ পুত্র ঘোষণা করলেন
advertisement
17/17
এরপর থেকেই যেকোনও দেবতার পুজোর আগে সিদ্ধিদাতা গণেশের পুজোর করা হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Ganesh Chaturthi 2020: কীভাবে জন্ম হয়েছিল গণেশের ? জেনে নিন গণেশ চতুর্থীর গুরুত্ব