Fun Facts: বলুন তো, আমরা জন্মদিনের কেক-এ কেন মোমবাতি জ্বালাই? কেনই বা সেটি ফুঁ দিয়ে নিভিয়ে দিই?
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
জন্মদিনের দিন কেক কাটার সময় কেক-এর উপর বসানো হয় মোমবাবতি। যার যত বছরের জন্মদিন, ততগুলি মোমবাতি থাকে। কেক কাটার পর ফু দিয়ে নেভানো হয় মোমবাতি।
advertisement
1/5

জন্মদিনের দিন কেক কাটার সময় কেক-এর উপর বসানো হয় মোমবাবতি। যার যত বছরের জন্মদিন, ততগুলি মোমবাতি থাকে। কেক কাটার পর ফু দিয়ে নেভানো হয় মোমবাতি। এবার বলুন তো, কেন আমরা জন্মদিনে কেকের ওপর মোমবাতি জ্বালাই? কেনই বা সেটি ফুঁ দিয়ে নিভিয়ে দিই? নেপথ্যে রয়েছে বড় কারণ
advertisement
2/5
প্রাচীনকালে গ্রিকরা দেবী আর্তেমিসের জন্মদিনে কেক কাটত। সেই জন্মদিনের কেক যাতে চাঁদের মতো জ্বলজ্বল করে, তার জন্য কেকের গায়ে অনেকগুলো জ্বলন্ত মোমবাতি বসিয়ে দেওয়া হতো।
advertisement
3/5
গ্রিকরা ভাবতেন, আর্তেমিস তাদের কেকটা ওপর থেকে দেখতে পাচ্ছেন। এরপর সবাই মিলে প্রার্থনা করে ফুঁ দিয়ে মোমবাতি নিভিয়ে দিতেন। বিশ্বাস করা হত, সেই মোমবাতির ধোঁয়া তাদের প্রার্থনা নিয়ে দেবতার কাছে চলে যাচ্ছে।
advertisement
4/5
ছোট ছোট মোমবাতি দিয়ে কেকের চারপাশ সাজানো হত। মাঝখানে থাকত একটা বড় মোমবাতি। এই বড় মোমবাতিতে আবার ১২টি দাগ টানা থাকতো। মূলত দাগগুলো দিয়ে বছরের ১২ মাস বোঝানো হয়তো। বিষয়টিকে তারা 'লাইট অব লাইফ' বলতেন।
advertisement
5/5
সেখান থেকেই ধীরে ধীরে জন্মদিনের কেকে মোমবাতি জ্বালানোর প্রচলন শুরু হয়। এখন প্রায় সব দেশেই জন্মদিন পালনে কেকের ওপর মোমবাতি জ্বালানো হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Fun Facts: বলুন তো, আমরা জন্মদিনের কেক-এ কেন মোমবাতি জ্বালাই? কেনই বা সেটি ফুঁ দিয়ে নিভিয়ে দিই?