TRENDING:

কোটি কোটি টাকার কোম্পানির মালিক, এখন গাড়িতে চড়ারও সামর্থ্য নেই, রেমন্ড কর্তার দুর্দশা চোখে জল আনে

Last Updated:
Vijaypat Singhania Life: একটা সময় রেমন্ড ভারতে অন্যতম পোশাকের ব্র্যান্ডের মধ্যে নিজের নাম করে নিয়েছিল। রেমন্ডের পাশাপাশি মালিক বিজয়পত সিংহানিয়াও ভারতে ব্যবসায়ী মহলে নিজের স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। কিন্তু আজ সেই ব্যবসায়ী তারকার ক্ষয়ের যুগ।
advertisement
1/8
কোটি কোটি টাকার সংস্থার মালিক, এখন গাড়িতে চড়ারও সামর্থ্য নেই রেমন্ড কর্তার !
বিজয়পত সিংহানিয়ার নেতৃত্বে রেমন্ড কোম্পানি এক সময় কোটি কোটি টাকার ব্যবসা গড়ে তোলে। একটা সময় রেমন্ড ভারতে অন্যতম পোশাকের ব্র্যান্ডের মধ্যে নিজের নাম করে নিয়েছিল। রেমন্ডের পাশাপাশি মালিক বিজয়পতও ভারতে ব্যবসায়ী মহলে নিজের স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। কিন্তু আজ সেই ব্যবসায়ী তারকার ক্ষয়ের যুগ।
advertisement
2/8
রেমন্ডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর গৌতম সিংহানিয়ার বিবাহবিচ্ছেদের খবরে সিংহানিয়া পরিবার বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছে। স্ত্রী নওয়াজ মোদি সিংহানিয়ার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেছেন গৌতম সিংহানিয়া। বিচ্ছেদের পর, পারিবারিক বন্দোবস্তের অধীনে, নওয়াজ তাঁর দুই মেয়ে এবং নিজের জন্য ১১,৬৬০ কোটি টাকার সম্পত্তির ৭৫ শতাংশ অংশ চেয়েছেন। এই নিয়ে রেমন্ডের প্রাক্তন চেয়ারম্যান এবং গৌতম সিংহানিয়ার বাবা বিজয়পত সিংহানিয়াও এই বিতর্কে ঢুকে পড়েছেন।
advertisement
3/8
বিজয়পত জানিয়েছেন, এই বিবাদে তিনি ছেলের সঙ্গে নয়, পুত্রবধূ নওয়াজের সঙ্গে রয়েছেন। বিজয়পত, যিনি একসময় রেমন্ডের উচ্চপদে কর্মরত ছিলেন, জীবনে প্রচুর লড়াই করেই তিনি রেমন্ডকে এমন উচু স্থানে নিয়ে গিয়েছিলেন, সেই তাঁকে এবার ফের খুব কঠিন লড়াই করেই জীবনযাপন করতে হচ্ছে। ছেলে গৌতম তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আজ তিনি ভাড়া করা বাড়িতে থাকেন।
advertisement
4/8
অনেকেই এই নিয়ে তুমুল বিতর্কেও জড়িয়ে পড়েছেন যে, একসময় যে ব্যক্তি রেমন্ডকে ভারতীয়দের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছিলেন, তাঁকেই কেন নিজের বাড়ি থেকে উচ্ছেদ হতে হয়েছে। বিজয়পত সিংহানিয়া নিজেই স্বীকার করেছেন যে তাঁর এখন আর কিছুই অবশিষ্ট নেই। এখন তাঁর জীবন চালানো খুবই কঠিন হয়ে পড়েছে। এমন নয় যে কোম্পানি আজকাল ব্যবসায় বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। তাঁর কোম্পানি রেমন্ড এখনও ব্যবসায়ের শীর্ষেই রয়েছে, কিন্তু বিজয়পতের জীবন তলানিতে এসে ঠেকেছে। বিজয়পত, যিনি একসময় বিমান চালাতেন, এখন তাঁর একটা সস্তার গাড়িও নেই।
advertisement
5/8
রেমন্ডের সূত্রপাত হয়েছিল কৈলাস সিংহানিয়ার হাতে। ১৯৮০ সালে, বিজয়পত সিংহানিয়া রেমন্ডের কর্মভার নিজের হাতে তুলে নেন। বিজয়পতই রেমন্ডকে আজকের খ্যাতির শিখরে নিয়ে গিয়েছিলেন। ১৯৮৬ সালে, ফ্যাব্রিক ছাড়াও, সিংহানিয়া পার্ক অ্যাভিনিউ ব্র্যান্ডও চালু করে। ১৯৯০ সালে, ভারতের বাইরে রেমন্ডের প্রথম শোরুম খোলা হয়। তাঁরই নেতৃত্বে রেমন্ড অনেক রেকর্ডও গড়েছে। রেমন্ডের পাশাপাশি বিজয়পতের ক্ষমতাও ভারতীয় ব্যবসায়িক জগতে বেশ পরিচিত ছিল।
advertisement
6/8
২০১৫ সালে, বিজয়পত সিংহানিয়া তাঁর সমস্ত শেয়ার এবং কোম্পানি ছেলে গৌতম সিংহানিয়াকে হস্তান্তরিত করেছিলেন। বিজয়পত জানিয়েছেন যে, এটিই তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। গৌতম কোম্পানির দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই বাবা-ছেলের সম্পর্কের অবনতি হতে থাকে। একটি ফ্ল্যাট নিয়ে দু’জনের মধ্যে এতটাই বিবাদ বেড়ে যায় যে গৌতম তাঁর বাবাকে জেকে হাউস থেকে বের করে দেন। বিজয়পতের অভিযোগ, ছেলে গাড়ি ও চালকের মাসোহারার বন্দোবস্তও কেড়ে নিয়েছে। যে ব্যক্তি একসময় প্লেন চালাতেন তাঁকে এখন হেঁটে হেটেই সব কাজ করতে হয়।
advertisement
7/8
এক সাক্ষাৎকারে বিজয়পত বলেন, “আমি আমার ছেলে গৌতম সিংহানিয়াকে সব দিয়েছি। কিন্তু, ও আমার থেকে সব কেড়ে নিয়েছে।"
advertisement
8/8
বিজয়পত সিংহানিয়া বিমান থেকে হেলিকপ্টার সবই চালিয়েছেন। তাঁর ৫০০০ ঘণ্টা ফ্লাইট চালানোর অভিজ্ঞতা রয়েছে। ৬৭ বছর বয়সে, তিনি হট এয়ার বেলুনে বিশ্বের সর্বোচ্চ উড়ান করার রেকর্ডও গড়েন। ২০০৬ সালে তাকে 'পদ্মভূষণ' পুরস্কারে ভূষিত করা হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
কোটি কোটি টাকার কোম্পানির মালিক, এখন গাড়িতে চড়ারও সামর্থ্য নেই, রেমন্ড কর্তার দুর্দশা চোখে জল আনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল