এই ২ নম্বর...! বিপজ্জনক 'কল'...! নিমেষে খালি করে দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট .., নোট করে নিন!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Fraud Call Alert: অনলাইন জালিয়াতি দিন দিন বাড়ছে। প্রতিদিনই নিউজ চ্যানেল ও সংবাদপত্রে এসবের কথা শুনছেন আপনিও। কিন্তু কতটা সতর্ক হয়েছেন? আদৌ কী জানেন কতটা সতর্কতা জরুরি। আর না হলেই বা কী হতে পারে?
advertisement
1/11

অনলাইন জালিয়াতি দিন দিন বাড়ছে। প্রতিদিনই নিউজ চ্যানেল ও সংবাদপত্রে এসবের কথা শুনছেন আপনিও। কিন্তু কতটা সতর্ক হয়েছেন? আদৌ কী জানেন কতটা সতর্কতা জরুরি। আর না হলেই বা কী হতে পারে?
advertisement
2/11
বাস্তবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সামান্য অসাবধানতায় স্ক্যাম কলের কারণে মানুষের কোটি কোটি টাকা লোকসান হয়। প্রতারকরাও আপনার কষ্টার্জিত অর্থ লুট করার জন্য নিয়ে আসছে নতুন নতুন পদ্ধতি।
advertisement
3/11
অন্যদিকে অবশ্য সরকারও প্রতারকদের কবল থেকে দেশের মানুষকে রক্ষা করতে নানা ব্যবস্থা নিচ্ছে। কিন্তু তাতেও কোনও লাভ হচ্ছে না। বার বার সংবাদ পত্রের শিরোনামে উঠে আসছে একাধিক ফোন প্রতারণার ঘটনা।
advertisement
4/11
ইন্টারনেট কলিং আজকাল সাধারণ হয়ে উঠেছে। এর মাধ্যমে প্রতারকরা দেদার প্রতারণা চালাচ্ছে। বর্তমানে এমন কিছু ঘটনা সামনে আসছে, যার জন্য সবাইকে আরও সতর্ক হতে হবে।
advertisement
5/11
তবে এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার.. এই দুই নম্বর থেকে কল এলে.. ভুল করেও কল রিসিভ করা যাবে না। কারণ ফোন ধরলেই মুহূর্তে খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
advertisement
6/11
থাইল্যান্ডের টেলিকম কর্তৃপক্ষের একটি প্রতিবেদন অনুসারে, থাইল্যান্ডের মানুষ ইন্টারনেট থেকে যে নম্বরগুলিতে কল করে সেগুলির কোড +৬৯৭ বা +৬৯৮ দিয়ে শুরু হয়। এই ধরনের কল ট্র্যাক করা খুব কঠিন।
advertisement
7/11
এই কারণেই প্রতারণাকারীরা প্রতারণার ফাঁদ স্থাপন করতে এই জাতীয় সংখ্যাগুলি ব্যবহার করে চলেছে। প্রতারকরা VPN এর সাহায্যে তাদের ঠিকানাও গোপন করছে। এ অবস্থায় আগাম বোঝার বা সতর্ক হওয়ার কোনও সুযোগ নেই।
advertisement
8/11
তাই মূলত অপরিচিত নম্বর থেকে কল ধরা এড়িয়ে চলাই বাঞ্ছনীয়। আর ভুল করে কেউ ফোন তুলে নিলেও কোনও মতেই ব্যক্তিগত কোনও তথ্য দেওয়া উচিত নয়।
advertisement
9/11
ফোন কলগুলিতে সাধারণত দাবি করা হয়, তারা একটি ব্যাঙ্ক বা সরকারের পক্ষ থেকে ফোন করছে। আপনার যদি কোন তথ্যের প্রয়োজন হয়, আপনাকে পরে কল করতে হবে।
advertisement
10/11
যদি তারা তাদের ফোন নম্বর দিতে অস্বীকৃতি জানায়, তাহলে বুঝবেন এটি প্রকৃতই একটি স্ক্যাম কল।
advertisement
11/11
প্রতারকদের হাত থেকে মানুষকে রক্ষা করতে সরকার একটি নতুন ওয়েবসাইট চালু করেছে। এর নাম আই পোর্টাল। এ ধরনের কল বা মেসেজ পেলে এবং সন্দেহ হলে সরাসরি সরকারি এই ওয়েবসাইটে লগ ইন করে অভিযোগ করা যাবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
এই ২ নম্বর...! বিপজ্জনক 'কল'...! নিমেষে খালি করে দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট .., নোট করে নিন!