Flight Tips: প্লেনে চড়তে গিয়ে ফ্যাসাদে মহিলা! 'ভুল'-এর মাশুল দিলেন ১২ হাজার টাকা! কারণ জানলে চমকাবেন
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Why This Lady Fined For Luggage in Flight Trip: ইংল্যান্ড থেকে স্পেন যাওয়ার পথে এক মহিলা ব্যাগ নিয়ে কেবিনে প্রবেশ করছিলেন, তখন তাঁকে থামানো হয়। কেন? জানলে অবাক হবেন।
advertisement
1/8

বিমানে চড়ার কিছু নিয়ম আছে, যা প্রত্যেক যাত্রীকে মেনে চলতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম মাল পরিবহন বা লাগেজ সম্পর্কিত। কেবিন লাগেজে কী রাখতে পারবেন এবং কী রাখতে পারবেন না এই নিয়ে সম্যক ধারণা অনেকেরই নেই।
advertisement
2/8
এছাড়াও, কেবিনে বহন করা লাগেজের ওজন এবং চেক-ইন ব্যাগের লাগেজও নির্ধারণ করা হয়। কিছু এয়ারলাইন্সে ব্যাগের আকারও আগে থেকেই ঠিক করা হয়। সম্প্রতি ইংল্যান্ড থেকে স্পেন যাওয়ার পথে এক মহিলা ব্যাগ নিয়ে কেবিনে প্রবেশ করছিলেন, তখন তাঁকে থামানো হয়। কেন? জানলে অবাক হবেন।
advertisement
3/8
ব্যাগ দেখে ফ্লাইট অ্যাটেনডেন্ট সেই মহিলাকে ভেতরে যেতে বাধা দেন। তাঁকে দিতে হয় ৮ হাজার টাকা জরিমানা! রহস্য সেই ব্যাগেই। কারণ জানলে অবাক হয়ে যাবেন।
advertisement
4/8
অক্সফোর্ড (ইংল্যান্ড)-এর বাসিন্দা সেই মহিলা ৪৫ বছর বয়সি, নাম ক্যাথরিন ওয়ারিলো। স্ট্যানস্টেড থেকে সেভিলে যাচ্ছিলেন। তিনি রায়ান এয়ারের একটি ফ্লাইট বুক করেছিলেন।
advertisement
5/8
টাকা দিয়ে প্লেনের টিকিট কেটেছেন। ১০ কেজি ব্যাগ বহন করতে পারেন তিনি সেই টিকিট মূল্যের সীমায়, এবং কেবিনের সিটের নীচে রাখার জন্য একটি ছোট ব্যাগ। তার পরেও কেন তাঁকে আরও মূল্য চোকাতে হল?
advertisement
6/8
শর্ত দেওয়া হয় তাঁকে। হয় ব্যাগ ছাড়া সফর করতে হবে, নয়তো এই ব্যাগ সঙ্গে নিয়ে যেতে ৮ হাজার টাকা দিতে হবে। ক্যাথরিন অগত্যা টাকা দিয়ে ব্যাগ নিয়ে যান। তবে এখানেই শেষ নয়।
advertisement
7/8
ফেরার পথেও এই ব্যাগ নিয়ে একই সমস্যায় পড়তে হয় তাঁকে। দিতে হয় ৩,৮০০টাকা! সব মিলিয়ে একটি ব্যাগ বহন করার জন্য ক্যাথরিনকে ১২ হাজার টাকা খেসারত দিতে হয়।
advertisement
8/8
ক্যাথরিন এই বিষয়ে অভিযোগ করেছিলেন এবং সংস্থাকে একটি ইমেলও পাঠিয়েছিলেন। এর পরে বিমানসংস্থাটি তাঁর অর্থ ফেরত দিয়ে বলে যে কর্মচারীরা কেবল নিয়ম অনুসারে পদক্ষেপ করেছে। তবে এই দানে শুভেচ্ছাবার্তা জানিয়ে তাঁর সব টাকাই ফেরত দিয়ে দিয়েছে সেই সংস্থা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Flight Tips: প্লেনে চড়তে গিয়ে ফ্যাসাদে মহিলা! 'ভুল'-এর মাশুল দিলেন ১২ হাজার টাকা! কারণ জানলে চমকাবেন