বাপ রে! এটা কী পড়ল জালে? এ কোন 'অশনি সংকেত'? মাছ ধরতে গিয়ে শিউরে উঠলেন একদল মৎস্যজীবী
- Published by:Tias Banerjee
Last Updated:
Fish: দেশে ধরা পড়েছে এমন এক মাছ, যার নাম শুনলেই কেঁপে ওঠে জাপান, যার উপস্থিতি ঘিরে আছে ভয়, কুসংস্কার আর কৌতূহল। এবার ভারতে কেন? ঘনাল কোন আশঙ্কা?
advertisement
1/12

গভীর সমুদ্র থেকে উঠে এসে জেলেদের জালে ধরা পড়ল ‘ডুম্সডে ফিশ’—তা-ও আবার ভারতে! ৩০ ফুট লম্বা, রূপালি রিবনের মতো এক রহস্যময় মাছ, মাথায় লাল কাঁটার পাখনা—দেখামাত্রই শিউরে উঠলেন মৎস্য জীবীরা। কারণ ভয়াবহ।
advertisement
2/12
যখনই এই মাছগুলির দেখা মিলেছে তখনই পৃথিবীতে নেমে এসেছে বিপর্যয়। এই মাছটির বসবাস ভূপৃষ্ঠের ৭০০ থেকে ৩ হাজার ২৮০ ফুট নীচে। সেই গভীর অঞ্চল থেকে বেরিয়ে এসে এই মাছগুলি ভূমিকম্পের সতর্কবার্তা দেয় বলে মনে করা হয়।
advertisement
3/12
জাপানে ২০১১ সালের তোহোকু ভূমিকম্প ও সুনামির আগে ২০টি অরফিশের দেখা মিলেছিল। সেই সঙ্গে ২০১৭ সালে ফিলিপিন্সে ৬.৬ মাত্রার ভূমিকম্পের আগে দু’টি অরফিশ দেখা যায়। সেই সমস্ত ঘটনাপ্রবাহ দেখে অনেকেই মনে করছেন অরফিশের উপস্থিতি আসন্ন বিপর্যয়ের ইঙ্গিত দেয়।
advertisement
4/12
সমুদ্রবিজ্ঞানীদের মতে, সমুদ্রের স্রোতের পরিবর্তন, তাপমাত্রার ওঠানামা কারণে এই বিরল মাছটি সমুদ্রের উপরে ভেসে আসতে পারে। ইনস্টাগ্রামের ‘ইন্ডিবাজ়অফিসিয়াল’ নামের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই তা প্রচুর মানুষের নজর কেড়েছে।
advertisement
5/12
সম্প্রতি তামিলনাড়ুর উপকূলে একদল জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। তাঁদের জালে ধরা পড়ে এই বিরল ও দৈত্যাকার সামুদ্রিক প্রাণীটি—একটি ৩০ ফুট লম্বা রূপালি রিবনের মতো দেখতে মাছ, যার মাথায় রয়েছে উজ্জ্বল লাল কাঁটার মতো পাখনা।
advertisement
6/12
এই মাছই সেই ওয়ারফিশ বা Regalecus glesne। এরা সাধারণত ২০০ থেকে ১০০০ মিটার গভীর জলে বসবাস করে। এত গভীরের বাসিন্দা এই প্রাণী হঠাৎ উপরের জলে উঠে এলেই ছড়ায় গুঞ্জন।
advertisement
7/12
এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল হয়েছে ওয়ারফিশের চমকপ্রদ চেহারা। ভয় আর বিস্ময়ের মিশেলে কাঁপছে তামিলনাড়ুর উপকূল। কিন্তু বিজ্ঞান কী বলছে?
advertisement
8/12
কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই যে ওয়ারফিশের আবির্ভাব প্রকৃতপক্ষে কোনও প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস দেয়। ২০১৯ সালে ‘Bulletin of the Seismological Society of America’–তে প্রকাশিত একটি গবেষণায় জাপানের বিজ্ঞানীরা জানায়, ১৯২৮ থেকে ২০১১ সালের মধ্যে পাওয়া তথ্য বিশ্লেষণ করে ওয়ারফিশ ও ভূমিকম্পের মধ্যে কোনও পরিসংখ্যানগত সম্পর্ক পাওয়া যায়নি।
advertisement
9/12
জাপানের গবেষক ইয়োশিয়াকি ওরিহারা বলেন, “ওয়ারফিশ ও ভূমিকম্পের মধ্যে কোনও সরাসরি সম্পর্ক নেই। এটি নিছকই একটি কাকতালীয় ঘটনা।”
advertisement
10/12
বিজ্ঞানীদের মতে, সমুদ্রের তাপমাত্রা, স্রোতের পরিবর্তন বা রোগে আক্রান্ত হলে ওয়ারফিশ উপরের জলে উঠে আসে। ২০১৮ সালের এক গবেষণায় বলা হয়, এল নিনো’র মতো জলবায়ু পরিবর্তনের ঘটনায় (যখন সমুদ্রের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে) ওয়ারফিশ তুলনামূলকভাবে ওপরে উঠে আসতে পারে।
advertisement
11/12
এই মাছ এতটাই বিরল যে ১৯০১ থেকে ২০২৪ সালের মধ্যে ক্যালিফোর্নিয়ায় মাত্র ২০টি ওয়ারফিশ দেখা গিয়েছে, বেশিরভাগই মৃত অবস্থায়। সামুদ্রিক জীববিদ থমাস ক্ল্যাভেরি বলছেন, *“এই মাছ সবসময় বিপর্যয়ের পূর্বাভাস নয়। মাঝেমাঝে ধরা পড়ে ঠিকই, কিন্তু তার সঙ্গে সুনামি বা ভূমিকম্পের সরাসরি যোগ নেই।”*
advertisement
12/12
এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। কেউ বলছেন, *“প্রলয়ের পূর্বাভাস,”* তো কেউ বলছেন, *“শুধুই প্রাকৃতিক ঘটনা।”* তবে এটাও সত্যি, সম্প্রতি তামিলনাড়ুতে প্রবল বর্ষণ হয়েছে—কেউ কেউ বলছেন, এটি নিছকই এক কাকতালীয় সংযোগ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বাপ রে! এটা কী পড়ল জালে? এ কোন 'অশনি সংকেত'? মাছ ধরতে গিয়ে শিউরে উঠলেন একদল মৎস্যজীবী