TRENDING:

Animals in Space: মাকড়সা থেকে শিম্পাঞ্জি মহাকাশে মানুষের আগে পৌঁছেছিল কারা? জানেন? শুনলে মাথা ঘুরে যাবে!

Last Updated:
প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখেন নীল আর্মস্ট্রং, মহাকাশের এই ইতিহাস কম বেশি প্রত্যেকেরই জানা। তবে অনেকেই জানেন না মহাকাশে মানুষের আগে পরীক্ষামূলক ভাবে পাঠানো হয়েছে একাধিক প্রাণীকে।
advertisement
1/6
মাকড়সা থেকে শিম্পাঞ্জি মহাকাশে মানুষের আগে পৌঁছেছিল কারা? জানেন? শুনলে মাথা ঘুরে যাবে!
দীর্ঘ দিন মহাকাশে কাটানোর পর মহাকাশ থেকে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন সুনীাতা উইলিয়ামস, বুচ উইলমোররা। (প্রতীকী ছবি)
advertisement
2/6
প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখেন নীল আর্মস্ট্রং, মহাকাশের এই ইতিহাস কম বেশি প্রত্যেকেরই জানা। তবে অনেকেই জানেন না মহাকাশে মানুষের আগে পরীক্ষামূলক ভাবে পাঠানো হয়েছে একাধিক প্রাণীকে। (প্রতীকী ছবি)
advertisement
3/6
কয়েকটি দেশ মহাকাশে মানুষের আগে অন্য প্রাণী পাঠিয়েছে। চলুন এমন কয়েকটি প্রাণী সম্পর্কে জেনে নেওয়া যাক।মাকড়সা১৯৩৭ সালে প্রথমে দুটি মাকড়সা মহাকাশে পাঠানো হয়েছিল। মহাকাশেও মাকড়সা জাল বুনতে পারে কিনা তা দেখার জন্য পরীক্ষার অংশ হিসেবে তাদের পাঠানো হয়েছিল। অনিতা ও আরবেলা নামের মাকড়সা দুটি জাল বুনতে সক্ষম হয়। পরে মহাকাশ থেকে জীবিত অবস্থায় ফিরে আসে তারা। (প্রতীকী ছবি)
advertisement
4/6
শিম্পাঞ্জিমহাকাশে পৌঁছনো প্রথম শিম্পাঞ্জির নাম ছিল অ্যালবার্ট ২। ১৯৪৯ সালে ১৩৪ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল সে। তবে পৃথিবীতে ফিরে আসার সময় মৃত্যু হয় ওই শিম্পাঞ্জির। পরের বছর একই প্রচেষ্টা হয় অ্যালবার্ট ১ নামের একটি শিম্পাঞ্জিকে দিয়ে। তবে ওই শিম্পাঞ্জিটিরও মৃত্যু হয়। এরপর ১৯৬১ সালে হ্যাম নামের আরেকটি শিম্পাঞ্জি পাঠায় নাসা। হ্যাম নিরাপদে পৃথিবীতে ফিরে আসে। ১৯৮৩ সাল পর্যন্ত বেঁচে ছিল শিম্পাঞ্জিটি। (প্রতীকী ছবি)
advertisement
5/6
ইঁদুরফ্রান্সের প্রথম মহাকাশচারী প্রাণী ইঁদুর। ১৯৫০ সালে মহাকাশে পাঠানো হয় ইঁদুরটিকে। আকাশে ১৩৭ কিলোমিটার উচ্চতা পর্যন্ত পৌঁছে প্যারাশুটের মাধ্যমে নামানো হয়েছিল ইঁদুরটিকে। তবে সে সময় দুর্ঘটনায় মৃত্যু হয় ইঁদুরটির। (প্রতীকী ছবি)
advertisement
6/6
কুকুর১৯৫৭ সালে একটি কুকুরকে প্রথম মহাকাশে পাঠিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। এ জন্য মস্কোর একটি পথকুকুরকে বেছে নেওয়া হয়। এটিই প্রথম কুকুর, যাকে পাঠানো হয়েছিল পৃথিবীর কক্ষপথে। বিশ্বের কাছে কুকুরটি পরিচিত লাইকা নামে। অভিযানের অল্প সময়ের মধ্যেই মারা যায় লাইকা। জানা যায়, অত্যাধিক চাপ ও তাপের কারণে মৃত্যু হয়েছিল কুকুরটির। (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Animals in Space: মাকড়সা থেকে শিম্পাঞ্জি মহাকাশে মানুষের আগে পৌঁছেছিল কারা? জানেন? শুনলে মাথা ঘুরে যাবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল