FIR Full form: FIR তো কতজনই করেন, কিন্তু এর ফুল ফর্ম জানেন কি? ৯৯% মানুষই জানেন না কিন্তু
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
FIR Full form: ধারা ১৫৪ অনুযায়ী, কোনও থানার ভারপ্রাপ্ত আধিকারিক অপরাধ সম্পর্কে কোনও খবর মৌখিকভাবে জানলে তিনি সঙ্গে সঙ্গে তা লিখে তথ্য প্রদানকারীকে পড়ে শোনাবেন।
advertisement
1/10

ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর শব্দটি ভারতীয় দণ্ডবিধি (আইপিসি), ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি), ১৯৭৩ বা অন্য কোনও আইনে সংজ্ঞায়িত নয়। তবে পুলিশ প্রশাসনের নিয়ম অনুযায়ী সিআরপিসির ১৫৪ ধারার অধীনে নথিভুক্ত তথ্যই ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা FIR নামে পরিচিত।
advertisement
2/10
ধারা ১৫৪ (অজ্ঞাতযোগ্য ক্ষেত্রে তথ্য) বলছে, “অপরাধ সম্পর্কিত প্রতিটি তথ্য থানার দায়িত্বে থাকা আধিকারিককে মৌখিকভাবে দিলে তা সরাসরি অপরাধের খবর বলে লিপিবদ্ধ হলে সেটাই এফআইআর। বাংলায় একে বলে প্রাথমিক তথ্য বিবরণী।
advertisement
3/10
ধারা ১৫৪ অনুযায়ী, কোনও থানার ভারপ্রাপ্ত আধিকারিক অপরাধ সম্পর্কে কোনও খবর মৌখিকভাবে জানলে তিনি সঙ্গে সঙ্গে তা লিখে তথ্য প্রদানকারীকে পড়ে শোনাবেন।
advertisement
4/10
একইসঙ্গে থানায় আসা ওই অভিযোগকারীর স্বাক্ষর নেবেন। এরপর সরকারি নির্দেশিত ফর্মে তা নথিভুক্ত করবেন। এটাই এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী নামে পরিচিত। এছাড়াও, নথিভুক্ত তথ্যের একটি অনুলিপিও অবিলম্বে এবং নিখরচায় তথ্যদাতাকে দেওয়া হবে।
advertisement
5/10
একটি আমলযোগ্য অপরাধ বা মামলা হল এমন একটি বিষয়, যেখানে একজন পুলিশ আধিকারিক CRPC-এর প্রথম তফসিল অনুসারে বা আপাতত বলবৎ থাকা অন্য কোনও আইনের আওতায় ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারেন।
advertisement
6/10
প্রথম তফসিলে, ‘কগনিজেবল’ শব্দের অর্থ হল ‘একজন পুলিশ আধিকারিক ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারেন। তবে ‘নন-কগনিজেবল’ শব্দের অর্থ হল, একজন পুলিশ অফিসার ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করবে না।
advertisement
7/10
ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি অনুযায়ী, ‘অভিযোগ’ হল, ম্যাজিস্ট্রেটের কাছে মৌখিকভাবে বা লিখিতভাবে করা যে কোনও বক্তব্য। কিন্তু এতে পুলিশ রিপোর্ট অন্তর্ভুক্ত থাকে না। একটি অভিযোগের ভিত্তিতে যদি মনে হয় যে একটি আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে, তাহলে ১৫৪ সিআরপিসি ধারার অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হবে এবং পুলিশ তদন্ত শুরু করবে। কোনও অপরাধ না পাওয়া গেলে পুলিশ তদন্ত বন্ধ করে দেবে।
advertisement
8/10
অন্যদিকে, অপরাধমূলক কোনও কিছু ঘটার পর সে বিষয়ে প্রতিকার পেতে থানার দ্বারস্থ হয়ে কিছু জানানো হলে সেটি এফআইআর বলে গণ্য হয়। এফআইআর-এর মাধ্যমেই মামলা দায়ের করা হয়। যাইহোক, একটি এফআইআর হল সেই নথি যা পুলিশ অভিযোগের সত্যতা যাচাই করার পরে প্রস্তুত করে। এফআইআর-এ অপরাধ এবং অভিযুক্ত অপরাধীর বিবরণ থাকতে পারে।
advertisement
9/10
অ-জ্ঞানযোগ্য অপরাধের ক্ষেত্রে, ধারা ১৫৫ CrPC-এর অধীনে একটি এফআইআর-কে সাধারণত “এনসিআর” বলা হয়। এটি নথিভুক্ত করে অভিযোগকারীকে আদেশের জন্য আদালতের কাছে যেতে বলা হয়। আদালত তখন পুলিশকে অভিযোগের তদন্তের নির্দেশ দিতে পারে।
advertisement
10/10
ধারা ১৫৫ অনুযায়ী, “যখন থানার আধিকারিককে কোনও তথ্য দেওয়া হয়, তিনি একটি খাতায় নথিভুক্ত করবেন বা করাবেন। তথ্যদাতাকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবেন। ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়া কোনও পুলিশ আধিকারিক নন-কগনিজেবল কেসের তদন্ত করতে পারবেন না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
FIR Full form: FIR তো কতজনই করেন, কিন্তু এর ফুল ফর্ম জানেন কি? ৯৯% মানুষই জানেন না কিন্তু