TRENDING:

অধ্যাপকের সঙ্গে লিফটে 'একা', নেমেই প্রাণপণ ছুট ছাত্রীর! কী হল তাঁর সঙ্গে...শিউরে উঠবেন!

Last Updated:
Delhi News:ছাত্রীর অভিযোগ, প্রফেসর তার সঙ্গে লিফটে অশ্লীল আচরণ করেছেন। ওই নাবালিকা ছাত্রী ডিনের অফিসে পৌঁছে প্রফেসরের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছে। কলেজের অভ্যন্তরীণ অভিযোগ কমিটিতে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছে সে।
advertisement
1/7
অধ্যাপকের সঙ্গে লিফটে একা, নেমেই প্রাণপণ ছুট ছাত্রীর! কী হল তাঁর সঙ্গে...ভয়ঙ্কর!
প্রোফেসরের সঙ্গে একা এক লিফটে উঠেছিল সেই ছাত্রী। তার পর নেমেই দৌড়তে দেখা গেল তাকে! ঠিক কী হয়েছিল তার সঙ্গে? যা জানা গেল, শুনলে চমকে যাবেন।
advertisement
2/7
গত এক মাস ধরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে (DU) একটি কলেজে এই নিয়ে তোলপাড় চলছে। দিল্লির রামজস কলেজে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে অখিল ভারতীয় ছাত্র পরিষদ এখন একটি মোর্চা খুলেছে। আসলে, দিল্লির রামজস কলেজে এক প্রফেসর, লিফট, ফোন কল এবং এক নাবালিকার বিষয়ে যে খবর শোনা গিয়েছে, তা খুবই বিভ্রান্তিকর।
advertisement
3/7
এখন ছাত্র সংগঠনগুলি মেয়েটি এবং প্রফেসরের মধ্যে একটি কমিটি খুলেছে। তোলপাড় এতটাই বেড়ে গেছে যে, এখন ছাত্ররা ধরনায় বসেছে। পরিস্থিতি এমনই যে কলেজের দরজা বন্ধ করার উপক্রম হয়েছে। একই সময়ে, দিল্লি পুলিশ এবং DU প্রশাসনও বিষয়টি বুঝতে পারছে না।
advertisement
4/7
রামজস কলেজের সেই ছাত্রীর অভিযোগ, প্রফেসর তার সঙ্গে লিফটে অশ্লীল আচরণ করেছেন। ওই নাবালিকা ছাত্রী ডিনের অফিসে পৌঁছে প্রফেসরের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছে। কলেজের অভ্যন্তরীণ অভিযোগ কমিটিতে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছে সে। যদিও প্রফেসর স্পষ্টভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন।
advertisement
5/7
অধ্যাপকের পাল্টা অভিযোগ, ছাত্রীটি মিথ্যা অভিযোগ করেছে। কারণ তার ক্লাসে উপস্থিতির হার কম ছিল এবং তাকে সতর্ক করেছিলেন ওই অধ্যাপক। ছাত্রী ইচ্ছাকৃতভাবে মিথ্যা অভিযোগ করছে বলেই তাঁর দাবি।
advertisement
6/7
অন্যদিকে, ছাত্রীর অভিযোগে বলা হয়েছে, "২ ডিসেম্বর, বাণিজ্য বিভাগের প্রফেসর লিফটে অশ্লীল কথা বলেন এবং তারপর অশ্লীল আচরণ শুরু করেন। পরে তিনি আমাকে হুমকি দেন যে, কাউকে বললে আমার পরিণতি খুব খারাপ হবে। আমি প্রফেসরের আচরণে ক্ষুব্ধ হয়ে প্রধানের অফিসে পৌঁছে তাঁকে এই ব্যাপারে জানিয়েছিলাম।" ছাত্রীরা বলছেন, এর আগেও প্রফেসরের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। প্রফেসর ক্লাসে বিষয়ের বাইরে অশ্লীল কথা বলেন বলে অভিযোগ।
advertisement
7/7
এখন রামজস কলেজের এই ঘটনা আরও বড় আকার ধারণ করছে। বুধবার, ABVP যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত প্রফেসরের দ্রুত বরখাস্তের দাবি করেছে। এছাড়াও, ABVP দিল্লি বিশ্ববিদ্যালয়ের ডিন এবং সহ-ডিন (ছাত্রকল্যাণ) অফিসকে বুধবার তালাবন্ধ করে দিয়েছে। ABVP ক্ষতিগ্রস্ত ছাত্রীর সমর্থনে DSW অফিসের বাইরে এক জমায়েত আন্দোলন শুরু করেছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
অধ্যাপকের সঙ্গে লিফটে 'একা', নেমেই প্রাণপণ ছুট ছাত্রীর! কী হল তাঁর সঙ্গে...শিউরে উঠবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল