Eyes: লালচে চোখ? বাদামী চোখ? ছোট চোখ? গভীর চোখ? চোখ দেখে বুঝে যান পাশের মানুষটা কেমন, কীভাবে? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
Personality Traits:সামুদ্রিক শাস্ত্র মতে, একজন মানুষ কীরকম স্বভাবের? তাঁর মনে কী অভিসন্ধি রয়েছে? মানুষটি কি সৎ না অসৎ? সবই বোঝা যায় চোখ দেখে! কীভাবে চোখ দেখে মানুষ চিনবেন? পড়ুন
advertisement
1/7

বলা হয়, চোখ কখনও মিথ্যা বলে না! আপনার খুশি, দুঃখ, টেনশন, স্ট্রেস, সবই ফুটে ওঠে আপনার চোখের মধ্যে। এই কারণেই চোখকে বলা হয় মনের আয়না। সামুদ্রিক শাস্ত্র মতে, একজন মানুষ কীরকম স্বভাবের? তাঁর মনে কী অভিসন্ধি রয়েছে? মানুষটি কি সৎ না অসৎ? সবই বোঝা যায় চোখ দেখে! কীভাবে চোখ দেখে মানুষ চিনবেন?
advertisement
2/7
ছোট ছোট চোখ-- এরা প্রতিভাবান হন। অসাধারণ একাগ্রতা শক্তি থাকে। পরিস্থিতি যেমনই হোক, মন শক্ত করে সিদ্ধান্ত নিতে পারেন। সব কাজ সুষ্ঠভাবে করতে পারেন।
advertisement
3/7
গভীর চোখ-- এরা খুব সাবধানী হন। যে কোনও কাজ করার আগে ভাল করে ভাবনাচিন্তা করে নেন। এরা সন্দেহবাতিক হতে পারেন। শিল্প ও সাহিত্যের ক্ষেত্রে সুনাম অর্জন করেন।
advertisement
4/7
সুন্দর ও কালো চোখ--যাঁদের চোখ সুন্দর ও কালো হয়, তাঁরা কেরিয়ারে সাফল্যের শীর্ষে পৌঁছতে পারেন। জীবনে সুখী হন, শান্তিতে থাকেন, সকলেই এঁদের প্রতি আকৃষ্ট হন।
advertisement
5/7
বড় ও টানা চোখ-- যাঁদের চোখ বাইরের দিকে টানা টানা ও বড় হয়, তাঁদের মন দয়ায় পরিপূর্ণ হয়। এরা সবসময় আনন্দে থাকেন, সকলের সঙ্গে বন্ধুত্ব পাতাতে পারেন। অন্যের দুঃসময়ে পাশে থাকেন, বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এদের আত্মসম্মানবোধ প্রখর।
advertisement
6/7
লালচে চোখ-- এঁরা খুব তাড়াতাড়ি রেগে যান। এঁদের মাথা খুব গরম হয়। ছোটচোখের মানুষরা ভাল নেতৃত্ব দিতে পারেন। যে কোনও পরিস্থিতিতে এরা স্থির থাকেন। দ্রুত চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে এঁদের মধ্যে।
advertisement
7/7
বাদামী রঙের চোখ-- এদের বিশ্বাস করলে ঠকতে হবে। এঁরা খুব চালাক হন এবং পরিকল্পনা করে সব কাজ করেন। এঁরা মিথ্যে বলতে পটু, চোখের পলকে প্রতারণা করতে পারেন, কথার খেলাপ করতে এদের বাঁধে না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Eyes: লালচে চোখ? বাদামী চোখ? ছোট চোখ? গভীর চোখ? চোখ দেখে বুঝে যান পাশের মানুষটা কেমন, কীভাবে? পড়ুন