TRENDING:

গোল, ছোট, নাকি টানা টানা? চোখ দেখেই বুঝবেন কে, কেমন মানুষ...! মিলিয়ে নিন বৈশিষ্ট্যগুলো

Last Updated:
Personality Test: চোখ দিয়েই যায় মানুষ চেনা। চোখ মানুষের চরিত্র, স্বভাব এবং ভিতরের গোপন অনুভবের কথাও বলে দেয়। কী ভাবে মানুষ চিনবেন চোখ দিয়ে? জানুন পদ্ধতি।
advertisement
1/9
গোল, ছোট, নাকি টানা টানা? চোখ দেখেই বুঝবেন কে, কেমন মানুষ...! মিলিয়ে নিন বৈশিষ্ট্যগুলো
প্রত্যেক মানুষের স্বভাবই অন্যদের কাছে তাঁর পরিচয় তৈরি করে দেয়। তবে শুধু স্বভাব নয়, একজন মানুষের চোখের গঠন দেখেও তাঁর প্রকৃতি সহজেই বোঝা যায়। (Representative Image: AI) 
advertisement
2/9
আমরা যখন কাউকে নিয়ে বলি – সে ভাল না খারাপ, সেটা সাধারণত তার ব্যবহার দেখে বিচার করি। কারও সঙ্গে প্রথম পরিচয়ের সময় তার কথাবার্তা, অন্যদের সঙ্গে তার ব্যবহার ইত্যাদির ভিত্তিতেই আমরা বিচার করি – সে কেমন মানুষ। (Representative Image: AI) 
advertisement
3/9
কিন্তু সমস্যা হল, প্রথমে অধিকাংশ মানুষই ভাল ব্যবহার করে, যাতে কেউ বুঝতে না পারে তার প্রকৃত স্বভাব কেমন। তাই অনেক সময় যাকে আমরা বাইরে থেকে ভাল মানুষ বলে ভাবি, সে ভিতর থেকে খারাপও হতে পারে। 
advertisement
4/9
তাহলে, কী ভাবে বোঝা যাবে প্রকৃত মানুষটি কেমন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে চোখে। 👁️ চোখ বলে দেয় ব্যক্তিত্ব (Personality Test Through Eyes) চোখ শুধু আবেগ প্রকাশের মাধ্যম নয়, এটি একজন মানুষের চরিত্র এবং মনোভাব সম্পর্কেও অনেক কিছু প্রকাশ করে। চোখের আকার ও গঠন দেখে একজন মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা গুণাবলিও বোঝা সম্ভব। (Representative Image: AI) 
advertisement
5/9
👀 **বড় চোখ** যাঁদের চোখ বড় হয়, তাঁরা সাধারণত শান্ত স্বভাবের হন। ধৈর্যের সঙ্গে কাজ করতে ভালোবাসেন। ভিড়-ভাট্টা এড়িয়ে চলতে পছন্দ করেন। কে কী ভাবল, তা নিয়ে বিশেষ মাথা ঘামান না। নিজের মতো করে চলেন এবং খুব সহজে মানুষের মনে জায়গা করে নিতে পারেন। (Representative Image: AI) 
advertisement
6/9
👁️ **ছোট চোখ** ছোট চোখের মানুষরা সাধারণত রাগী স্বভাবের হন। ছোট ছোট বিষয়েও সহজে রেগে যান। তবে সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল। যাঁকে একবার আপন করে নেন, তাঁকে সারাজীবন আগলে রাখেন। আবেগপ্রবণ হন এবং অনেক সময় আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। (Representative Image: AI) 
advertisement
7/9
👁️ **গোল চোখ** গোল চোখের মানুষদের ব্যক্তিত্ব অনেকটা প্রাণবন্ত হয়। তাঁরা হাসিখুশি, রসিক এবং ইতিবাচক চিন্তাধারার হন। প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। সাধারণত খুব একটা রেগে যান না। কঠোর পরিশ্রমে বিশ্বাসী এবং নিজের পরিশ্রমেই সফলতা অর্জন করেন। (Representative Image: AI) 
advertisement
8/9
🔍 **গভীর চোখ** যাঁদের চোখ গভীর, তাঁরা বাস্তববাদী চিন্তাধারার অধিকারী। আবেগ অনুভব করেন ঠিকই, তবে তা সহজে প্রকাশ করেন না। যদি কারও সঙ্গে মানসিকভাবে যুক্ত হয়ে পড়েন, তাহলে শেষ পর্যন্ত তার পাশে থাকেন। ভিতরে ভিতরে আবেগী হলেও বাইরে ঠান্ডা মেজাজে থাকেন।(Representative Image: AI) 
advertisement
9/9
👁️‍🗨️  (উঠে থাকা) চোখ** যাঁদের চোখ কিছুটা উঁচু বা বেরিয়ে থাকা ধরনের, তাঁরা সহজ-সরল প্রকৃতির হন। হৃদয়বান ও সহানুভূতিশীল হয়ে থাকেন। অন্যকে সাহায্য করতে কখনও পিছপা হন না। অত্যন্ত মনোযোগী ও বুদ্ধিমান, এবং নিজের কাজে একাগ্রতা নিয়ে মন দেন। সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত থাকেন। (Representative Image: AI) 
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
গোল, ছোট, নাকি টানা টানা? চোখ দেখেই বুঝবেন কে, কেমন মানুষ...! মিলিয়ে নিন বৈশিষ্ট্যগুলো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল