Extra Marital Affairs: পরকীয়ায় বেশি জড়ান কোন 'পেশার' নারী-পুরুষ? চমকে দেওয়া তথ্য বেরিয়ে এল সমীক্ষায়!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Extra Marital Affairs: একটি খ্যাতনামা ডেটিং ওয়েবসাইটের সাম্প্রতিক সমীক্ষা এবার চমকে দিয়েছে পরকীয়া সংক্রান্ত একটি সমীক্ষায়।
advertisement
1/10

এখনও আইনত অধিকাংশ দেশেই পরকীয়াকে দেখা হয় অপরাধ হিসেবে। কারণ, এই পরকীয়া দাম্পত্য কলহ ও বিচ্ছেদের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। একটি খ্যাতনামা ডেটিং ওয়েবসাইটের সাম্প্রতিক সমীক্ষা এবার চমকে দিয়েছে পরকীয়া সংক্রান্ত একটি সমীক্ষায়।
advertisement
2/10
সেখানেই প্রকাশ্যে এসেছে আশ্চর্য তথ্য, সাধারণত ১২টি পেশার মানুষের মধ্যে পরকীয়ার প্রবণতা সর্বাধিক। কিন্তু কী কী সেই পেশা? এই রইল তালিকা।
advertisement
3/10
সমীক্ষা বলছে, পরকীয়ায় লিপ্ত নারীদের মধ্যে ২৩ শতাংশই চিকিৎসক কিংবা নার্স। কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, লম্বা সময় ধরে কাজ করা ও মানসিক চাপ কমানোর জন্যই পরকীয়ার আশ্রয় নিয়েছেন তারা।
advertisement
4/10
অন্য দিকে পরকীয়ায় লিপ্ত পুরুষদের মধ্যে ৫ শতাংশ চিকিৎসক।
advertisement
5/10
দ্বিতীয় যে পেশার মানুষ সর্বাধিক পরকীয়ায় আগ্রহ দেখিয়েছেন সেটি হল শিক্ষাক্ষেত্র। পরকীয়ায় লিপ্ত নারীদের ১২ শতাংশ ও পুরুষদের ৪ শতাংশই অধ্যাপক বা প্রভাষক কিংবা শিক্ষক বলে মত সমীক্ষকদের।
advertisement
6/10
আরও আশ্চর্যের বিষয় হল এই তালিকার তৃতীয় স্থানে আছেন উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। দেখা যাচ্ছে পরকীয়ায় আগ্রহী ৯ শতাংশ নারী ও ৮ শতাংশ পুরুষ এই ধরনের পেশায় যুক্ত। অন্তত এই সমীক্ষায় তাই দেখা গিয়েছে।
advertisement
7/10
তালিকায় এরপর যথাক্রমে রয়েছেন- খুচরা বিক্রেতা, সমাজকর্মী, যোগাযোগ মাধ্যমের কর্মী, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মী, উকিল, বিনোদন জগতের মানুষ, কৃষিকাজ ও রাজনীতির সঙ্গে যুক্ত প্রভাবশালী ব্যক্তিরা।
advertisement
8/10
পুরুষের মধ্যে সর্বাধিক ২৯ শতাংশই কোনও না কোনও ভাবে ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন সমীক্ষকরা।
advertisement
9/10
তবে বলা বাহুল্য এই ধরনের সমীক্ষাকে কখনওই সামাজিক সত্যের সামগ্রিক প্রতিফলন বলে ধরা যায় না। কাজেই এই ধরনের সমীক্ষা লঘুমেজাজে নেওয়াই যুক্তিযুক্ত। এটার উপর ভিত্তি করে কোনও বড় সিদ্ধান্ত নেওয়াটা কাম্য নয় কখনই।
advertisement
10/10
কাজেই এই ধরনের সমীক্ষা লঘুমেজাজে নেওয়াই যুক্তিযুক্ত। এটার উপর ভিত্তি করে কোনও বড় সিদ্ধান্ত নেওয়াটা কাম্য নয় কখনই।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Extra Marital Affairs: পরকীয়ায় বেশি জড়ান কোন 'পেশার' নারী-পুরুষ? চমকে দেওয়া তথ্য বেরিয়ে এল সমীক্ষায়!