LPG Cylinder: বাড়ির গ্যাস সিলিন্ডারের গায়েও লেখা থাকে Expiry date! জানলেই বুঝতে পারবেন কতটা নিরাপদ আপনি
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
LPG Cylinder: কী রকম থাকে সেই নম্বরটি! সাধারণত গ্যাস সিলিন্ডারের গায়ে লেখা থাকে এ,বি,সি,ডি জাতীয় কোনও নম্বর।
advertisement
1/5

সাধারণ মানুষের মধ্যে অনেকেই জানেন না যে তাঁর বাড়ির এলপিজি সিলিন্ডারের নির্দিষ্ট এক্সপায়ারি ডেট আছে। সাধারণত গ্যাস বাড়িতে আসার পরেই দ্রুত সেটি ব্যবহার করা হয়, মাসখানেকের মধ্যে সেটি ব্যবহারও হয়ে শেষ হয়ে যায়। সেই কারণেই এক্সাপায়ারি ডেটের বিষয়টি অনেকের অজানা।
advertisement
2/5
কিন্তু গ্যাসের প্রতিটি সিলিন্ডারেই মেয়াদ শেষ হওয়ার নির্দিষ্ট দিন উল্লেখ করা থাকে। তবে এমনটা নয় যে ওই দিনটিতেই আপনার গ্যাস ব্যবহার করা শেষ করতে হবে। বরং আসল কথা হল, ওই দিনটি আসলে একটি সাবধানবানী। কিসের!
advertisement
3/5
কী রকম থাকে সেই নম্বরটি! সাধারণত গ্যাস সিলিন্ডারের গায়ে লেখা থাকে এ,বি,সি,ডি জাতীয় কোনও নম্বর। ইংরাজি এই বর্ণের সঙ্গে থাকে আরও দুটি নম্বর। এগুলি এই এ, বি, সি, ডি-এর অর্থ হল বছরের চারটি কোয়ার্টার। বাকি দুটি নম্বর হল সাল। অর্থাৎ যদি বি-১৩ লেখা হয়, তা হলে বুঝতে হবে এটি বছরের সেকেন্ড কোয়ার্টারে এটি এক্সপায়ার করবে।
advertisement
4/5
A বলতে January, February আর March মাসকে বোঝায়। একইভাবে B - April, May, June ; C - July, August, September কে বোঝায় এবং D বলতে October, November আর December-কে বোঝায়।
advertisement
5/5
সাধারণত এ ক্ষেত্রেও শেষের মাসটিকে ধরা হতে পারে এক্সপায়ারি ডেট হিসাবে। অর্থাৎ এ বলতে আমরা বুঝব এটি প্রথম কোয়ার্টারের শেষ মাস, অর্থাৎ মার্চ মাসে শেষ হবে সিলিন্ডারের মেয়াদ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
LPG Cylinder: বাড়ির গ্যাস সিলিন্ডারের গায়েও লেখা থাকে Expiry date! জানলেই বুঝতে পারবেন কতটা নিরাপদ আপনি