Emergency Medicine: ঘুরতে যাচ্ছেন? যে ওষুধটি সঙ্গে না রাখলে বড় ভুল করবেন! থাকলে সম্পূর্ণ নিশ্চিন্ত
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Emergency Medicine: নিতে হবে ঘুরতে যাওয়ার সময় কিছু ওষুধ।
advertisement
1/7

ছুটির ফাঁকেই মানুষ বেরিয়ে পড়েন পছন্দের জায়গায়। কেউ গাড়ি ছুটিয়ে, তো কেউ আবার ট্রেনে করে পৌঁছে যান গন্তব্যে। তবে যেখানেই যান না কেন ঘোরার সময় নিজের সঙ্গে কিছু ওষুধ সঙ্গে রাখতে হবে।
advertisement
2/7
রোগ থাকলে যে ঘোরা আটকে যাবে, এমন নয়। রোগ থাকলেও ঘুরতে যেতে হবে। সেক্ষেত্রে মন ভাল থাকে ঘুরতে গেলে। এমনকী শরীরেও আসে তাজা প্রাণ। তাই ঘুরতে যেতেই হবে। ঘুরতে যাওয়ার সময় প্রথমেই দেখে নিতে হবে যে জায়গাটায় কী ধরনের রোগ হয়। পাশাপাশি জায়গাটা ঠান্ডার না গরমের এটাও মাথায় রাখতে হবে। এরপরই নিতে হবে ঘুরতে যাওয়ার সময় কিছু ওষুধ।
advertisement
3/7
অনেকের অ্যালার্জি থাকে। সেক্ষেত্রে আবহাওয়া বদলে গেলেই এই মানুষগুলির শরীরে শুরু হয়ে যায় হাঁচি, কাশি। সেক্ষেত্রে এই ধাত থাকলে সতর্ক হয়ে যান। সঙ্গে রাখুন অ্যান্টিঅ্যালার্জিক ওষুধ। চিকিৎসকের কাছে যাওয়ার আগে সেই ওষুধ সম্পর্কে জেনে নিন।
advertisement
4/7
ঘুরতে গেলে আপনি সঙ্গে রাখুন জ্বরের ওষুধ। কারণ জ্বর যেখানে সেখানে আসতেই পারে। সেই পরিস্থিতিতে প্যারাসিটামল দারুণ কাজ করে। প্যারাসিটামল একটি সুরক্ষিত ওষুধ। এই ওষুধ আপনি খেতে পারেন জ্বর আসলে।
advertisement
5/7
ঘুরতে গেলে বাইরের খাবার খাওয়া হবে। এই পরিস্থিতিতে অম্বল, গ্যাসের সমস্যা থাকলে সকালেই খেয়ে নিন প্যান্টোপ্রাজল জাতীয় ওষুধ। তবে খালি পেটে এই ওষুধ খেতে পারেন। এছাড়া বমি পেলে ডমপেরিডন জাতীয় ওষুধ খান। তবে পেট ফেঁপে থাকলে, খুব গ্যাস হলে আপনি খেয়ে নিন এইচ২ ব্লকার জাতীয় ওষুধ। এছাড়া Ranitidine খেতে পারেন প্রয়োজনে। তবে সবার আগে নিজের চিকিৎসককে জিজ্ঞেস করে নিন।
advertisement
6/7
পাহাড়ে বা কোথাও গেলে আপনার বাইরের খাবার হোক বা অন্য কোনও কারণে ডায়ারিয়া হতে পারে। এই সমস্যা সমাধানে খেতে পারেন নরফক্সাসিন জাতীয় ওষুধ। তবে এই ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।
advertisement
7/7
বাইরে ঘুরতে গেলে সঙ্গে রাখতে পারেন পেইনকিলার। ব্যথা লাগলে খেতে পারেন প্যারাসিটামল। আর ব্যথায় লাগানোর ওষুধও সেই জায়গায় দিন। এতেই ভালো থাকতে পারবেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Emergency Medicine: ঘুরতে যাচ্ছেন? যে ওষুধটি সঙ্গে না রাখলে বড় ভুল করবেন! থাকলে সম্পূর্ণ নিশ্চিন্ত