Electricity Bill: গরমে বিদ্যুতের বিল দেখে পকেট কাঁদছে? মেনে চলুন এই কয়েকটা নিয়ম, ইলেক্ট্রিসিটি বিল কমবে হু হু করে
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
শুধুমাত্র এসি, ফ্রিজের ব্যবহার বাড়লেই কিন্তু বিদ্যুতের খরচ বাড়ে না। রয়েছ আর-ও নানা কারন। নিয়মিত কয়েকটি কৌশল ও অভ্যাসে বদল আনলে দেখবেন মাসের শেষে বিদ্যুতের বিলে টাকার অঙ্ক অনেক কম
advertisement
1/6

দমবন্ধ করা গরম আর তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে বিদ্যুতের ব্যবহার। এ'জন্য মাসের শেষে বিদ্যুতের বিল হাতে পেয়ে চোখ কপালে ওঠে, কেঁদে ওঠে পকেট।
advertisement
2/6
শুধুমাত্র এসি, ফ্রিজের ব্যবহার বাড়লেই কিন্তু বিদ্যুতের খরচ বাড়ে না। রয়েছ আর-ও নানা কারন। নিয়মিত কয়েকটি কৌশল ও অভ্যাসে বদল আনলে দেখবেন মাসের শেষে বিদ্যুতের বিলে টাকার অঙ্ক অনেক কম।
advertisement
3/6
অনেকেরই মোবাইল চার্জার থেকে খোলার পর সুইচ বন্ধ করার অভ্যাস নেই। এই ভুলে বাড়ে বিদ্যুতের বিল। এতেও অতিরিক্ত ইউনিট খরচ হয়।
advertisement
4/6
ঘরে এলইডি ল্যাম্প ব্যবহার করতে পারেন। সাধারণ বাতিতে আলোর জন্য ফিলামেন্ট ব্যবহৃত হয়। কিন্তু এলইডি বাতিতে থাকে সার্কিট। ফিলামেন্টের তুলনায় সার্কিটে বিদ্যুতের খরচ অনেকটাই কম হয়।
advertisement
5/6
বারবার এসি চালু ও বন্ধ করবেন না। যতবার এসি বন্ধ করে চালাবেন, তত বেশি ইউনিট খরচ হয়। এসির তাপমাত্রা ২২-২৪ ডিগ্রি সেন্টিগ্রেডে রাখাই সবচেয়ে ভাল।
advertisement
6/6
ফ্রিজ দিনে এক ঘণ্টা করে বন্ধ রাখতে পারেন। এরফলে যন্ত্রও বিশ্রাম পাবে, বিদ্যুৎও বাঁচবে। ফ্রিজের ভিতর ঠান্ডা থাকায় এই এক ঘণ্টায় খাবার-দাবারও নষ্ট হওয়ার ভয় নেই।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Electricity Bill: গরমে বিদ্যুতের বিল দেখে পকেট কাঁদছে? মেনে চলুন এই কয়েকটা নিয়ম, ইলেক্ট্রিসিটি বিল কমবে হু হু করে