TRENDING:

Electricity Bill: গরমে বিদ্যুতের বিল দেখে পকেট কাঁদছে? মেনে চলুন এই কয়েকটা নিয়ম, ইলেক্ট্রিসিটি বিল কমবে হু হু করে

Last Updated:
শুধুমাত্র এসি, ফ্রিজের ব্যবহার বাড়লেই কিন্তু বিদ্যুতের খরচ বাড়ে না। রয়েছ আর-ও নানা কারন। নিয়মিত কয়েকটি কৌশল ও অভ্যাসে বদল আনলে দেখবেন মাসের শেষে বিদ্যুতের বিলে টাকার অঙ্ক অনেক কম
advertisement
1/6
গরমে বিদ্যুতের বিল দেখে পকেট কাঁদছে? মেনে চলুন এই কয়েকটা নিয়ম, বিল কমবে হুহু করে
দমবন্ধ করা গরম আর তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে বিদ্যুতের ব্যবহার। এ'জন্য মাসের শেষে বিদ্যুতের বিল হাতে পেয়ে চোখ কপালে ওঠে, কেঁদে ওঠে পকেট।
advertisement
2/6
শুধুমাত্র এসি, ফ্রিজের ব্যবহার বাড়লেই কিন্তু বিদ্যুতের খরচ বাড়ে না। রয়েছ আর-ও নানা কারন। নিয়মিত কয়েকটি কৌশল ও অভ্যাসে বদল আনলে দেখবেন মাসের শেষে বিদ্যুতের বিলে টাকার অঙ্ক অনেক কম।
advertisement
3/6
অনেকেরই মোবাইল চার্জার থেকে খোলার পর সুইচ বন্ধ করার অভ্যাস নেই। এই ভুলে বাড়ে বিদ্যুতের বিল। এতেও অতিরিক্ত ইউনিট খরচ হয়।
advertisement
4/6
ঘরে এলইডি ল্যাম্প ব্যবহার করতে পারেন। সাধারণ বাতিতে আলোর জন্য ফিলামেন্ট ব্যবহৃত হয়। কিন্তু এলইডি বাতিতে থাকে সার্কিট। ফিলামেন্টের তুলনায় সার্কিটে বিদ্যুতের খরচ অনেকটাই কম হয়।
advertisement
5/6
বারবার এসি চালু ও বন্ধ করবেন না। যতবার এসি বন্ধ করে চালাবেন, তত বেশি ইউনিট খরচ হয়। এসির তাপমাত্রা ২২-২৪ ডিগ্রি সেন্টিগ্রেডে রাখাই সবচেয়ে ভাল।
advertisement
6/6
ফ্রিজ দিনে এক ঘণ্টা করে বন্ধ রাখতে পারেন। এরফলে যন্ত্রও বিশ্রাম পাবে, বিদ্যুৎও বাঁচবে। ফ্রিজের ভিতর ঠান্ডা থাকায় এই এক ঘণ্টায় খাবার-দাবারও নষ্ট হওয়ার ভয় নেই।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Electricity Bill: গরমে বিদ্যুতের বিল দেখে পকেট কাঁদছে? মেনে চলুন এই কয়েকটা নিয়ম, ইলেক্ট্রিসিটি বিল কমবে হু হু করে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল