TRENDING:

বিশ্বের সবচেয়ে 'ছোট' মানুষ, ১০ বছরে ১.৮ সেন্টিমিটার বেড়েছে তাঁর উচ্চতা

Last Updated:
Edward Nino The Shortest Man: বিশ্বের সব থেকে কম উচ্চতার মানুষকে চিনে নিন।
advertisement
1/6
বিশ্বের সবচেয়ে 'ছোট' মানুষ, ১০ বছরে ১.৮ সেন্টিমিটার বেড়েছে তাঁর উচ্চতা
বিশ্বের সব থেকে কম উচ্চতার মানুষ তিনি। থাকেন কলম্বিয়ায়। নাম তাঁর এডওয়ার্ড নিনো। ১৯৮৬ সালে বাগোটায় জন্ম তাঁর। ২০১০-এ তাঁর নাম গিনেস বুক অফ রেকর্ডসে নথিভুক্ত হয়েছিল। তখন তার উচ্চতা ছিল ৭০.২১ সেন্টিমিটার। অর্থাৎ ছয় মাস বয়সী শিশুর সমান।
advertisement
2/6
এডওয়ার্ড নিনোর রেকর্ড পরে অবশ্য নেপালের খগেন্দ্র থাপা ভেঙে দেন। ১৯৯২ সালে জন্মানো থাপার উচ্চতা ৬৭.০৮ সেমি। অর্থাৎ ২ ফিট আড়াই ই়ঞ্চি মতো তাঁর উচ্চতা।
advertisement
3/6
হাইপোথাইরয়েডিজম নামক অসুখে আক্রান্ত এডওয়ার্ড নিনো। চার বছর বয়সেই নিনোর মা-বাবা বুঝে যান, তাঁদের ছেলের গ্রোথ আর পাঁচজনের মতো স্বাভাবিক নয়।
advertisement
4/6
হাজারো প্রতিকূলতাকে জয় করছেন নিনো। পরিবারের সঙ্গে সময় কাটাতে তিনি সব থেকে বেশি ভালবাসেন। এছাড়া ব্যায়াম, পশুপালন, তাস খেলায় মেতে তিনি দিব্যি আছেন।
advertisement
5/6
মডেলি হিসেবে কাজ করেছেন নিনো। এছাড়া ডান্সার হিসেবেও তাঁর ভিডিও রয়েছে।
advertisement
6/6
মুরগি, শূকর, খরগোশ, গরু প্রতিপালন করেন নিনো। তাদের নিয়ে তাঁর দিনের বেশিরভাগ সময় কাটে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বিশ্বের সবচেয়ে 'ছোট' মানুষ, ১০ বছরে ১.৮ সেন্টিমিটার বেড়েছে তাঁর উচ্চতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল