২৪ ঘণ্টায় আর দিন নয়! এবার এক দিন হবে ২৫ ঘণ্টায়! পৃথিবীতে ঘটছে বড় পরিবর্তন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Earth: সাম্প্রতিক এক গবেষণার রিপোর্ট যা বলছে তাতে অবাক হতেই হয়। পৃথিবীতে দিন হতে পারে এবার ২৫ ঘণ্টা। আর এমন পরিবর্তন হওয়ার সম্ভাবনাও নাকি প্রবল! তার কারণ চাঁদ ও পৃথিবীর দূরত্ব বাড়ছে।
advertisement
1/7

২৪ ঘণ্টায় আর দিন নয়! তা হলে কি এবার ২৫ ঘণ্টায় হবে এক দিন! এমনই সম্ভাবনী দেখা দিয়েছে। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি।
advertisement
2/7
সাম্প্রতিক এক গবেষণার রিপোর্ট যা বলছে তাতে অবাক হতেই হয়। পৃথিবীতে দিন হতে পারে এবার ২৫ ঘণ্টা। আর এমন পরিবর্তন হওয়ার সম্ভাবনাও নাকি প্রবল!
advertisement
3/7
আসলে চাঁদ প্রতি বছর প্রায় ৩.৮ সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। চাঁদের এই দূরে চলে যাওয়া পৃথিবীতে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন একদল বিজ্ঞানী।
advertisement
4/7
যদিও এখনই এই নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই। কারণ এই পরিবর্তন হতে সময় লাগতে পারে প্রায় ২০ কোটি বছর। পৃথিবী ও মানব সভ্যতার নিরিখে এই সময় অনেকটাই।
advertisement
5/7
বিজ্ঞানীদের গবেষণার রিপোর্ট বলছে, আজ থেকে ১৪০ কোটি বছর আগে মাত্র ১৮ ঘণ্টাতেই দিন হত পৃথিবীতে। সেই সময় বদলে এখন পৃথিবীতে ২৪ ঘণ্টায় হয় এক দিন।
advertisement
6/7
পৃথিবী থেকে এখন চাঁদের দৃরত্ব ৩,৮৪,৪০০ কিলোমিটার। চাঁদ যে পৃথিবী থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, তা কয়েক দশক আগেই জানতে পেরেছিলেন বিজ্ঞানীরা। এবার উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আরও একবার জানালেন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বাড়লে আমাদের গ্রহে দিনের দৈর্ঘ্য বাড়বে।
advertisement
7/7
উইসকনসিন-ম্যাডিসন ইউনিভার্সিটির অধ্যাপক স্টিফেন মায়ার্স দাবি করেছেন, পৃথিবীর সঙ্গে চাঁদের দূরত্ব উল্লেখযোগ্যভাবে বাড়ছে। তবে এর প্রভাব এখনই পড়বে না পৃথিবীর দিনের দৈর্ঘ্যের উপর।