Earth: পৃথিবীর বুক ফুঁড়ে উল্টো দিকে উঠতে চাইলে কী হবে! পরিণতি যা হবে, বিশ্বাসই হবে না শুনে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Earth: সম্প্রতি Quora নামে একটি প্লাটফর্মে এক ব্যক্তি প্রশ্ন তুলেছেন, ‘পৃথিবীর বুকে একটি বিন্দু থেকে খনন শুরু করলে তার বিপরীতে কী পাওয়া যাবে?’
advertisement
1/6

আজকাল সামাজিক মাধ্যমে মানুষ নানা রকম প্রশ্ন তুলতে অভ্যস্ত হয়ে পড়েছেন। আর সেই প্রশ্নের নানা রকম উত্তর দিয়ে থাকেন অন্য ব্যবহারকারীরা।
advertisement
2/6
সম্প্রতি Quora নামে একটি প্লাটফর্মে এক ব্যক্তি প্রশ্ন তুলেছেন, ‘পৃথিবীর বুকে একটি বিন্দু থেকে খনন শুরু করলে তার বিপরীতে কী পাওয়া যাবে?’
advertisement
3/6
এমন প্রশ্ন উঠতেই ঝাঁপিয়ে পড়েছেন অন্য ব্যবহারকারীরা। অলোক রাস্তোগি, জ্যোতি সাহু, নরেন্দ্র এন শুক্লা, রাজেশ মিশ্র-সহ বেশ কিছু Quora ব্যবহারকারী এমন অদ্ভুত প্রশ্নের উত্তর দিয়েছেন নিজের নিজের মতো করে।
advertisement
4/6
অলোক রাস্তোগির Quora-য় তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এভাবে খনন করলে খননকারী ব্যক্তি সরাসরি পৃথিবীর কেন্দ্রে পৌঁছে যাবেন। আর একবার কেন্দ্রের অন্য দিকে চলে গেলে, মহাকর্ষীয় শক্তি খননকারীকে কেন্দ্রের দিকে ফিরিয়ে আনবে। বারবার এমন চলতে থাকলে পৃথিবীর কেন্দ্রের চারপাশে ওঠানামা করতে থাকবেন তিনি।’
advertisement
5/6
আবার নরেন্দ্র এন শুক্লা বলেছেন, পৃথিবীর কেন্দ্রে পৌঁছনোর আগেই সব শেষ হয়ে যাবে, কারণ সেখানে রয়েছে জ্বলন্ত লাভা।
advertisement
6/6
Quora ব্যবহারকারী জ্যোতি সাহু এবং সোনু ভার্মা উভয়েই ইঙ্গিত দিয়েছেন যে পৃথিবীর অন্য দিকে পাথর এবং জল পাওয়া যেতে পারে। একই প্রসঙ্গে, রাজেশ মিশ্র সাফ জানিয়েছেন এমন করতে চেষ্টা করলে খননকারীর মৃতদেহই শুধু পাওয়া যাবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Earth: পৃথিবীর বুক ফুঁড়ে উল্টো দিকে উঠতে চাইলে কী হবে! পরিণতি যা হবে, বিশ্বাসই হবে না শুনে