দুরন্ত এক্সপ্রেস ছুটছিল অন্ধকারে...! রাত তখন ২টো, আচমকা 'Vaccum Break', ঘুমন্ত যাত্রীদের সঙ্গে যা ঘটল, ঘাম ছুটল রেলকর্তাদের!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Duronto Express: রাত তখন দুটো। দিল্লি থেকে ভুবনেশ্বরগামী দুরন্ত এক্সপ্রেস ১২২৮২ ট্রেনটি ছুটছিল তুমুল স্পিডে। ঘুমোচ্ছিলেন যাত্রীরা বেশিরভাগই। ঠিক সেই সময় ট্রেনটি যখন পারাইয়া এবং কাষ্ঠ স্টেশনের মাঝামাঝি ছিল ঠিক সেই সময় আচমকা ভ্যাকিউম ব্রেক ব্যবহার করে ট্রেন থামিয়ে দেওয়া হয়। পরের কিছুক্ষণ যা চলে তা শুনলে শিউরে উঠবেন। কী হয়েছিল সেই রাতে?
advertisement
1/14

ভারতীয় রেলে প্রতিদিন বহু মানুষ ট্রেনে চড়ে নিজেদের গন্তব্যে পৌঁছন। সহজে ও সময়ে কর্মক্ষেত্র থেকে কলেজ-স্কুল পৌঁছতে বা দূরে কোথাও বেড়াতে যেতে দেশের বেশিরভাগ মানুষের পছন্দ, ট্রেন। যাত্রী নিরাপত্তার জন্য ভারতীয় রেলের তরফে রয়েছে একাধিক নিয়ম।
advertisement
2/14
জিআরপি থেকে আরপিএফ, রেল কর্তৃপক্ষের কড়া নজরদারি সত্ত্বেও কিন্তু এই পথেই চলে এমন অনেক অসাধু কাজ-কারবার যা সহজে চোখে পড়ে না। এত বেশি সংখ্যক যাত্রী রোজ এই রেলপথে যাত্রা করেন যে সেই ভিড়ের আড়ালেই ঘটে যায় বড় বড় অপরাধ।
advertisement
3/14
দুষ্কৃতীরা ঘাপটি মেরে ট্রেনের ভিড়ের আড়ালে থেকেই চালিয়ে যায় নেটওয়ার্ক। আর সময়মতো ঘটিয়ে ফেলে এমন ঘটনা যা কেউ কল্পনাও করতে পারে না। চরম ঝুঁকিতে পরে যায় যাত্রী নিরাপত্তা। রেলের যাবতীয় প্রয়াসকে বুড়ো আঙুল দেখিয়ে দেয় এই সব অপরাধ।
advertisement
4/14
সম্প্রতি বিহারের গয়াজিতে রাতে নয়াদিল্লি থেকে ভুবনেশ্বরগামী দুরন্ত এক্সপ্রেস ট্রেনে ঘটে গেল এমনই ভয়ঙ্কর এক ঘটনা। ডিডিইউ-গয়া রেললাইনে চলন্ত ট্রেনের পাঁচ পাঁচটি বগিতে গভীর রাতের অন্ধকারে যা ঘটল, তা অবিশ্বাস্য।
advertisement
5/14
রাত তখন দুটো। দিল্লি থেকে ভুবনেশ্বরগামী দুরন্ত এক্সপ্রেস ১২২৮২ ট্রেনটি ছুটছিল তুমুল স্পিডে। ঘুমোচ্ছিলেন যাত্রীরা বেশিরভাগই। ঠিক সেই সময় ট্রেনটি যখন পারাইয়া এবং কাষ্ঠ স্টেশনের মাঝামাঝি ছিল ঠিক সেই সময় আচমকা ভ্যাকিউম ব্রেক ব্যবহার করে ট্রেন থামিয়ে দেওয়া হয়। পরের কিছুক্ষণ যা চলে তা শুনলে শিউরে উঠবেন। কী হয়েছিল সেই রাতে?
advertisement
6/14
রেল সূত্রে জানা গিয়েছে অন্ধকারের মধ্যেই ট্রেনের পাঁচ বগিতে চরম লুঠপাট চালায় একদল দুষ্কৃতী। ভ্যাকিউম ব্রেক ব্যবহার করে ট্রেনটিকে দাঁড় করিয়ে রেখেই কাজ সাড়ে দুষ্কৃতীরা। কিছু অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত পাঁচটি কোচের প্রায় এক ডজন যাত্রীর মোবাইল ফোন, ল্যাপটপ, মূল্যবান জিনিসপত্র চুরি করে নেয় কিছু বুঝে ওঠার আগেই।
advertisement
7/14
দুরন্ত এক্সপ্রেসের মতো জনপ্রিয় ট্রেনে এমন ঘটতে পারে তা কল্পনায় করেননি যাত্রীরা। যাত্রী ও রেল কর্মীরা কিছু বুঝে ওঠার আগেই বড় ধরনের ডাকাতি ঘটে যায় চোখের নিমেষে। ট্রেনের ৫টি বগির যাত্রীদের জিনিসপত্র চুরি করে তারপর চেইন টেনে ট্রেন থেকে নেমে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা।
advertisement
8/14
এই ভাবে মধ্যরাতে বিহারের গয়া সেকশনে দুরন্ত এক্সপ্রেসে ঘটে যাওয়া এই ঘটনা রেল কর্তৃপক্ষকে এককথায় নাড়িয়ে দিয়েছে।এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, অন্যদিকে রেল প্রশাসনও আতঙ্কিত।
advertisement
9/14
তদন্তে জানা গিয়েছে চোরেরা ভ্যাকুয়াম ব্রেক ব্যবহার করে ট্রেন থামিয়ে চুরির পরিকল্পনা বাস্তবায়িত করে। শুধু তাই নয়, ঘটনাটি ঘটানোর পর, তারা চেইন টেনে জঙ্গলের মাঝখানে ট্রেন থামিয়ে দেয়। এরপর মিশকালো অন্ধকারেই যাবতীয় জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় চোখের পলকে। যাত্রীরা যখন জেগে ওঠে, তখন কারও মোবাইল তো কারও ল্যাপটপ, কারও ব্যাগ উধাও।
advertisement
10/14
রেল সূত্রে জানা গিয়েছে, ডাকাতির শিকার যাত্রীর সংখ্যা এক ডজনেরও বেশি। ঘটনার পর প্রায় আধ ঘণ্টা ট্রেন বন্ধ থাকে, যা যাত্রীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ তৈরি করে। দুরন্ত এক্সপ্রেসের মতো ট্রেনে এই ভয়াবহ ডাকাতি নিঃসন্দেহে প্রশ্ন তুলে দিয়েছে রেলের যাত্রী নিরাপত্তা নিয়েও।
advertisement
11/14
সূত্রের খবর, দুই মাস আগেও এই রুটে একই রকম ঘটনা ঘটেছিল। এই ডাকাতির ঘটনাটি জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে রেল এবং স্থানীয় প্রশাসন তৎপর হয়ে ওঠে। রেলের ডিএসপির নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়েছে যারা বিষয়টি তদন্ত করছে।
advertisement
12/14
এর পাশাপাশি, পারাইয়া থানাও তদন্ত করে দেখছে এই ঘটনার। ঘটনাস্থলের আশেপাশের এলাকায় নিবিড় তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু খালি ব্যাগ এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র পেয়েছে, যা থেকে বোঝা যায় যে চোরেরা কেবল মূল্যবান জিনিসপত্রই বের করে নিয়ে বাকি যাবতীয় জিনিস ফেলে দিয়েছে।
advertisement
13/14
উল্লেখ্য, দু'মাস আগে, একই রুটে, গয়া এবং কোডারমার মধ্যে টাঙ্কুপ্পা স্টেশনের কাছে একই দুরন্ত এক্সপ্রেসে চুরির ঘটনা ঘটেছিল। বারবার এমন ঘটনা রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে।
advertisement
14/14
যাত্রীদের দাবি, রাতে এই রুটে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হোক, নিয়মিত টহল দেওয়া হোক এবং আধুনিক নজরদারি ব্যবস্থা স্থাপন করা হোক যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা বন্ধ করা যায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
দুরন্ত এক্সপ্রেস ছুটছিল অন্ধকারে...! রাত তখন ২টো, আচমকা 'Vaccum Break', ঘুমন্ত যাত্রীদের সঙ্গে যা ঘটল, ঘাম ছুটল রেলকর্তাদের!