Durga Puja 2024: বলুন তো প্রথম বারোয়ারি পুজো কোথায় শুরু হয়? কলকাতায় নয়, তবে কোথায়? বলুন বলুন . . .
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
কলকাতায় এখন বারোয়ারি পুজোর মাতামাতি হলেও বারোয়ারি দুর্গা পুজোর শুরুটা কিন্তু কলকাতায় হয়নি। বাংলার বুকে প্রথম দুর্গাপুজো কবে শুরু হয়েছিল তা জানতে গেলে আমাদের বেশ অনেকটা পিছিয়ে যেতে হবে।
advertisement
1/7

মনে করা হয়, ১৬০৬ সাধারাণাব্দে নদিয়ার জমিদার ভবানন্দ মজুমদারের বাড়িতে প্রথম দুর্গাপুজা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু, তা ছিল সম্পূর্ণ পরিবারকেন্দ্রিক। সাধারণ মানুষের সেখানে প্রবেশ ছিল না। প্রতীকী ছবি
advertisement
2/7
পলাশীর যুদ্ধ শেষে কলকাতায় ইংরেজদের দাপট বাড়ে। প্রধান বাণিজ্য কেন্দ্র হয়ে দাঁড়ায় কলকাতা। এবং তার ঢেউ লাগে আশেপাশের জেলাগুলিতেও। ব্যবসা-বাণিজ্য ছাড়াও চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার কারণে এই সময় ধনী জমিদারদের উদ্ভব ঘটে। তাঁদের হাত ধরে শুরু হয় কলকাতার বুকে জমিদারবাড়ির দুর্গাপুজো। কিন্তু, সে পুজোও সর্বসাধারণদের জন্য তখনও হয়নি। প্রতীকী ছবি
advertisement
3/7
সময়টা ১৭৯০ সাল, হুগলি জেলার গুপ্তিপাড়ার এক গৃহস্বামীর আর্থিক অবস্থা খারাপ হয়ে পুজো বন্ধ হয়ে আসে। সেই সময় এলাকার জনা বারো যুবক নিজেরাই চাঁদা তুলে পুজোটিকে রক্ষা করেন। বারো জন 'ইয়ার' বা বন্ধুর সংঘবদ্ধ প্রয়াসে তাই এরপর থেকে তা মুখে মুখে ছড়িয়ে পড়ে, 'বারোইয়ারি; বা 'বারোয়ারি পুজো' বলে।৪ কলকাতায় অবশ্য এই বারোয়ারি পুজোর ঢেউ আসতে সময় লেগে যায় আরও ১২০ বছর। প্রতীকী ছবি
advertisement
4/7
কলকাতার বুকে সবথেকে পুরনো দুর্গাপুজো হয় বড়িশার সাবর্ণ রায়চৌধুরি। তবে তা বারোয়ারি পুজো বলে গণ্য হয়নি। প্রতীকী ছবি
advertisement
5/7
আর্থিক অনটনের কারণে ১৯১০ সাল থেকে এলাকার মানুষ চাঁদা তুলে কাশিমবাজার এলাকায় চাঁদা তুলে পুজো শুরু করেন। ভবনীপুরের ধর্মোত্সাহিনী সভার বহু মানুষ অর্থ সাহায্য করেন ফলে প্রথম বারোয়ারি পুজো অনুষ্ঠিত হয়। প্রতীকী ছবি
advertisement
6/7
১৯১১ সালে শুরু হয় শ্যামপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব, শ্যামবাজারের শিকদারবাগানেও শুরু হয় একই ধাঁচে সার্বজনীন দুর্গোৎসব। প্রতীকী ছবি
advertisement
7/7
১৯১৯ সালে নেবুবাগান অর্থাৎ বর্তমানে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব শুরু হয়। এছাড়াও বিভিন্ন সার্বজনীন পুজো শুরু হয় শহর কলকাতার বুকে। হুগলির ১২ জন যুবকের যে স্বপ্ন ছিল পুজোকে সবার করে তোলার তাই যেন কালক্রমে সত্যি হয়ে আসে শহর-জেলা-গ্রামের প্রতিটি অঞ্চলে। প্রতীকী ছবি
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Durga Puja 2024: বলুন তো প্রথম বারোয়ারি পুজো কোথায় শুরু হয়? কলকাতায় নয়, তবে কোথায়? বলুন বলুন . . .